• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘নিজের ধর্ম নিয়ে এসব করো’! রাবণের মানবিক দিক তুলে ধরায় সইফকে কটাক্ষ মুকেশ খান্নার

Published on:

‘আদিপুরুষ’ (Adipurush) নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল জল্পনা। এই ছবির মধ্যে দিয়ে ফুটে উঠবে রামায়ণের কাহিনি। ছবিতে রামচন্দ্রের চরিত্রে অভিনয় করবেন প্রভাস । অন্যদিকে কৃতী স্যানন অভিনয় করবেন সীতার চরিত্রে এবং সইফ আলি খানকে দেখা যাবে রাবণের ভূমিকায়। সম্প্রতি, আদিপুরুষ ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়েই সইফ বলেছিলেন, এই ছবিতে দেখানো হবে সীতাহরণ অন্যায় নয়, এই হরণকে দেখানো হবে ন্যায়ের দৃষ্টিতে। ফুটে উঠবে রাবণের মানবিক দিক।

তার এই মন্তব্যকে ঘিরেই ওঠে বিতর্কের ঝড়। হিন্দুত্ববাদীদের ক্ষোভের মুখেও পড়েন তিনি। অবশেষে ক্ষমা চাইতে বাধ্য হন সইফ। এমনকি সইফ খুব হালকা ছলে বলেছিলেন, “আমি খুব উপভোগ করছি চরিত্রটা। রাবণকে মজার দেখানো হয়েছে। এমনকি রাবন এখানে খুব দয়ালু। একেবারে মজার রাবন।” এবার এই মন্তব্যের জেরে মুকেশ খান্নার নিশানায় পড়েন সইফ৷

সইফের মন্তব্যের বিরোধিতা করে মুকেশ একটি ভিডিও বার্তায় জানান, “রাবণ আমাদের হিন্দু ধর্মের সঙ্গে যুক্ত এক মহান পৌরানিক চরিত্র। তাঁকে নিয়ে এসব কথা কেন? তাছাড়া আমাদের ধর্মের চরিত্রকে কেন বদলে দেওয়া হবে? আদিপুরুষ-এ কেন রাবণের চরিত্রের বদল হবে। তিনি যেমন ছিলেন তেমনই দেখানো উচিত। আমাদের ধর্মের সঙ্গে এসব করা খুব সোজা নাকি? আপনি নিজের ধর্মে এমন বদল দেখান তো দেখি পর্দায়? তবে মেনে যাব আপনাকে। আর তাছাড়া সরি বললেই কি সব খুন মাফ। অন্যায় করে সরি বলার কি মানে। এই ভুলের কোনও ক্ষমা হয় না।” ইতিমধ্যেই মুকেশ খান্নাকে সমর্থন করেছেন বেশ কিছু হিন্দুত্ববাদী, তবে রয়েছে ভিন্নমতও। এখন দেখার, প্রথম থেকেই এত ঝড়ঝাপটা পেরিয়ে ঠিক কোন রূপে পর্দায় ফেরে ‘আদিপুরুষ’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥