ইন্টারনেটের যুগে আজকাল সকলেই অনলাইন মাধ্যমের ওপর অভ্যস্ত হয়ে পড়েছি। আগেকার মত ব্যাঙ্কে লম্বা লাইন দিয়ে প্রতীক্ষা করতে চান না কেউই। ডেবিট কার্ড (Debit Card) আসার পর অনেকেই নেহাত প্রয়োজন ছাড়া ব্যাঙ্কে যান না। বলতে গেলে ডিজিটাল যুগে (Digital Era) ব্যাঙ্ক থেকে টাকা তোলার ক্ষেত্রে ডেবিট কার্ড বা এটিএম কার্ডের ওপর নির্ভরশীল হয়ে পড়েছি আমরা। কিন্তু ডেবিট কার্ড বা এটিএম কার্ড ব্যবহার করলে তার কিছু নিয়ম জেনে রাখা প্রয়োজন নাহলে মুশকিলে পড়তে হতে পারে।
আপনি এসবিআই, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে শুরু করে আইসিআইসিআই যে কোনো ব্যাঙ্কের গ্রাহকই হন না কেন সর্বদা সতর্ক থাকতে হয় এটিএম কার্ড নিয়ে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গাইডলাইন অনুযায়ী গ্রাহকদের সুরক্ষার স্বার্থে প্রতিটি এটিএম কার্ড বা ডেবিট কার্ডে EMV থাকা বাধ্যতা মূলক। আর এই নিয়ম এবছরের ৩১শে ডিসেম্বরের পরেই লাগা হতে চলেছে। তাই আপনার এটিএম কার্ড বা ডেবিট কার্ডে যদি EMV না থাকে তাহলে ১লা জানুয়ারী থেকে টাকা তোলার ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে।
যেহেতু নিয়মটি সমস্ত ব্যাঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য তাই আপনি যে ব্যাঙ্কের গ্রাহকই হন না কেন যদি আপনার কার্ডে EMV না থাকে তাহলে তা আর কাজ করবে না। ভালো ভাবে বলতে গেলে ১লা জানুয়ারি থেকে ব্লক হয়ে যাবে সমস্ত ডেবিট কার্ড ও এটিএম কার্ড যাতে EMV নেই। তাই যদি আপনার কাছে EMV দেওয়া কার্ড না থাকে তাহলে এখুনি ব্যাঙ্কে গিয়ে নতুন EMV ডেবিট কার্ড বা এটিএম কার্ডের অ্যাপ্লাই করুন।