বাঙালির বিনোদনের ডেলিডোজ মানেই মেগা সিরিয়াল। প্রতিদিন টিভির পর্দায় পছন্দের সিরিয়াল দেখতে ভালোবাসেন কমবেশি সকলেই। বছর বছর কত সিরিয়াল যায় আর আসে, কিন্তু তারই মধ্যে এমন কিছু সিরিয়াল থেকে যায় যা শেষ হওয়ার পরেও তার ছাপ থেকে যায় দর্শকমহলে। বাংলা সিরিয়ালের (Bengali Serial) ইতিহাসে এমনই একটি কালজয়ী সিরিয়াল ছিল জি বাংলার ‘করুণাময়ী রানী রাসমণি’ (Karunamoyee Rani Rashmoni)।
ইতিমধ্যেই টিভির পর্দায় শেষ হয়েছে এই জনপ্রিয় সিরিয়ালের সম্প্রচার। কিন্তু এই সিরিয়ালের মুখ্য চরিত্র রানীমা ছাড়াও বেশ কিছু চরিত্র ছিল যাদের সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পরেও ভুলতে পারেননি দর্শকরা। প্রসঙ্গত বাংলা সিরিয়ালের জগতে অত্যন্ত পরিচিত একজন অভিনেত্রী হলেন দিয়া চক্রবর্তী (Diya Chakraborty)।
জি বাংলার জনপ্রিয় মেগা সিরিয়াল করুণাময়ী রানী রাসমণিতে রানীমার মেয়ে পদ্মমণির চরিত্রে অভিনয় করেছিলেন দিয়া। টেলিভিশনের পর্দায় তার অভিনয় দেখে রীতিমতো গা জ্বলে যেত দর্শকদের। পর্দার পদ্মমণি ছিলেন ঝগড়ুটে, এবং দজ্জাল স্বভাবের। সিরিয়ালে কম চক্রান্ত করেনি সে। সব মিলিয়ে খলনায়িকা চরিত্রে অভিনয় করেও দর্শকমমহলে দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেত্রী।
করুণাময়ী রানী রাসমণি শেষ হওয়ার পরেই পদ্মমণি অভিনেত্রী দিয়া চক্রবর্তীকে দেখা গিয়েছে স্টার জলসার ‘গোধূলি আলাপ’ সিরিয়ালে। তবে সাবেকি সাজ পোশাক নয় এই সিরিয়ালে দিয়া ধরা দিয়েছিলেন একেবারে আধুনিক পোশাকে। এরই মধ্যে জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি জি বাংলার পর্দায় আসতে চলেছে অভিনেত্রীর আরেক নতুন সিরিয়াল (New Serial)।
জানা যাচ্ছে জি বাংলার আসন্ন নতুন মেগা সিরিয়াল ‘তোমার খোলা হওয়া'(Tomar Khola Hawa)-তে নায়কের বৌমার চরিত্রে অভিনয় করতে চলেছেন দিয়া। ইতিমধ্যেই প্রকাশ্যে আসা প্রোমো দেখে বোঝা গিয়েছে এই সিরিয়ালেও বেশ মর্ডান লুকেই ধরা দেবেন অভিনেত্রী। তবে জানা যাচ্ছে দিয়া অভিনীত এই চরিত্রটি হতে চলেছে একেবারে অন্যরকম।
প্রসঙ্গত দিয়ার প্রথম অভিনয়ের হাতেখড়ি কিন্তু হয়েছিল জি বাংলার হাত ধরেই। এই চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘সুবর্ণলতা’র হাত ধরেই খুব অল্প বয়সে অভিনয় শুরু করেছিলেন অভিনেত্রী। সুবর্ণলতা সিরিয়ালে অভিনয়ের সময় দিয়া ছিলেন ক্লাস সেভেনের ছাত্রী।