বলিউডে (Bollywood) মাদকচক্র থেকে কাস্টিং কাউচ (Casting Couch) নিয়ে বহুবার বহু বিতর্ক হয়েছে। বহুবার বহু অভিনেত্রী থেকে শুরু করে মডেল-অভিনেত্রীরা এমন অভিযোগ তুলেছেন ইন্ডাস্ট্রির প্রযোজক থেকে পরিচালকদের নাম। কিছু ক্ষেত্রে প্রমাণ হয়েছে মুখোশ খুলে গিয়েছে আবার কিছু ক্ষেত্রে হয়নি। এবার বলিউড ইন্ডাস্ট্রির নোংরামির কথা জানালেন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী (Divyanka Tripathi)। একাধিক সিরিয়ালে অভিনয় করলেও মূলত ‘ইয়ে হ্যায় মহাব্বাতে’ সিরিয়ালের জন্য ব্যাপক জনপ্রিয় তিনি।
হিন্দি টেলিভিশনের দৌলতে বেশ জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী। অভিনেত্রী সম্প্রতি এক বলিউড সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকারে বলিউডের কাস্টিং কাউচ সম্পর্কে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। অভিনেত্রীর মতে সেই সময় তাঁর সময়টা খুবই খারাপ যাচ্ছিলো, হাতে টাকাও ছিল না। এমন সময় এক পরিচালক রাত কাটানোর প্রস্তাব দিয়েছিলেন অভিনেত্রীকে।
দিব্যাঙ্কা সাক্ষাৎকারে জানান, ‘জীবনে একটা সময় এমন এসেছিল যখন আমার কাছে টাকা পয়সা ছিল না। তবুও আমায় একগাদা বিল থেকে ইএমআইয়ের টাকা প্রতিমাসে ভরতেই হবে। তাই সব মিলিয়ে সময়টা বেশ চাপের ছিল। ঠিক তখনই প্রস্তাবটা আসে, এক পরিচালকের সাথে রাত কাটালেই বড় ব্রেক পাবে। ওরা আমায় এমনভাবে বোঝাতে চেয়েছিল যেন এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই’।
যদিও অভিনেত্রীর শুরু থেকেই ভালো খারাপ বোধ টা ছিল। নিজের এই বিচক্ষণতার জন্য মা বাবার দেওয়া শিক্ষাকেই ধন্যবাদ দেন অভিনেত্রী। তিনি সেদিনের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। আর যারা ইন্ডাস্ট্রিতে নতুন আসছেন তাদেরকেও এই নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।
দিব্যাঙ্কার মতে, কাস্টিং কাউচ মূলত নবাগত অভিনেত্রীদেরকেই নিজেদের টার্গেট বানায়। উঠতি অভিনেত্রীদের লোভ দেখানো হয় যে এইভাবেই নাকি বাকিরা কাজ পেয়েছে। এরপর যারা প্রস্তাবে রাজি হয়ে যায় তাদের কাস্টিং হয়। যারা রাজি হয়না তাদেরকে ভয় দেখানো হয়ে কেরিয়ার শেষ করে দেওয়ার।
অভিনেত্রী এও জানান, প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় সহ প্রযোজক তাঁর নাম মিথ্যে খবর রটিয়ে বেরিয়েছিল ইন্ডাস্ট্রিতে। এর ফলে সাময়িকভাবে ক্ষতিও হয়েছিল। কিন্তু সত্যি যদি প্রতিভা থাকে তাহলে কাজ কথা বলে। মিথ্যে রটনা বেশিদিন টেকেনি। ধীরে ধীরে কাজ পেতে শুরু করেছেন অভিনেত্রী। আর বর্তমানে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন তিনি।