ডিভোর্স স্পেশ্যাল ফটোশুট (Divorce photoshoot)! আপনি কখনও শুনেছেন এমন কোনও ফটোশ্যুটের (Photoshoot) কথা? না শুনে থাকলে অসুবিধা নেই। কারণ এর আগে ডিভোর্স (Divorce) ফটোশুট কখনও হয়েছে কিনা তাও কারোর জানা নেই। তবে এবার সেই চল শুরু করলেন এক তরুণী। সম্প্রতি নিজের ডিভোর্স ফটোশ্যুটের ছবি সোশ্যাল মিডিয়ায় (Social media) শেয়ার করে হইচই ফেলে দিয়েছেন তিনি।
বিয়ের আগে প্রি ওয়েডিং শ্যুট অনেকেই করে থাকেন। বিয়ে-বৌভাত এবং বিয়ের পরে নানান রকমভাবে ছবি তোলার চলও অনেকদিন আগেই এদেশে শুরু হয়ে গিয়েছে। কিন্তু বিবাহবিচ্ছেদ উদযাপন করতে দেখেছেন কাউকে? উত্তরটা হয়তো ‘না’। তবে এবার ‘ডিভোর্স ফটোশুট’এর চলও শুরু হয়ে গেল।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, লাল টুকটুকে গাউন পরে একজন তরুণী নিজের ডিভোর্স ফটোশুট করছেন। কোনও ছবিতে দেখা যাচ্ছে, স্বামীর সঙ্গে তোলা ছবির ফ্রেম জুতো দিয়ে মাড়িয়ে চুরচুর করে দিচ্ছেন তিনি। কোথাও আবার ‘ডিভোর্সড’ লেখা ধরে দাঁড়িয়ে রয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই তরুণীর অভিনব ফটোশ্যুটের ছবি। তিক্ত সম্পর্ক থেকে বেরিয়ে তিনি যে ঠিক কতখানি খুশি তা তাঁর মুখের হাসি দেখেই বুঝে নেওয়া যাচ্ছে। সেই সঙ্গে এও বোঝা যাচ্ছে যে, শুধুমাত্র বিয়েই নয়, সময়ের সঙ্গে বিবাহবিচ্চেদ নিয়েও মানুষের রায়-ভাবনাচিন্তা বদলাচ্ছে।
সম্প্রতি সুপ্রিম কোর্টের তরফ থেকে বিবাহবিচ্ছেদ নিয়ে একটি যুগান্তকারী রায় ঘোষণা করা হয়েছে। সর্বোচ্চ আদালতের সেই রায় নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে, সেই সময়ই প্রকাশ্যে আসে এই ‘ডিভোর্স ফটোশুট’র ছবি। কেউ সেই তরুণীর এই ফটোশ্যুটের সিদ্ধান্তকে সমর্থন করেছেন, কেউ আবার করেছেন বিরোধিতা।
View this post on Instagram
একজন নেটিজেন যেমন লিখেছেন, ‘বিয়েটা যদি উদযাপন করার মতো বিষয় হয়ে থাকে, তাহলে বিচ্ছেদ কেন হবে না? তবে কে কীভাবে উদযাপন করতে চান, তা তাঁর নিজস্ব পছন্দ-অপছন্দের ওপর নির্ভরশীল’। আর একজনের আবার বক্তব্য, ‘আমার তো ওনার স্বামীর জন্য আনন্দ হচ্ছে’।