• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ওহ কি লাগছের সাথে রক্ষে কর রঘুবীর! বং গাইয়ের সাথেই জুটি বাঁধতে চলেছেন রানী রাসমণির দিতিপ্রিয়া

Published on:

দিতিপ্রিয়া রায় কিরণ দত্ত Ditipriya Roy Kiran Dutta

বাংলার জনপ্রিয় ইউটিউবার The Bong Guy অর্থাৎ কিরণ দত্তকে (Kiran Dutta) কমবেশি সকলেই চেনেন। কিছুদিন আগেই ওয়েব সিরিজের মাধ্যমে অভিনয় জগতে হাতেখড়ি হয়েছে তাঁর। তখন থেকেই জল্পনা তৈরি হয় কিছদিনের মধ্যেই বড় পর্দাতেও আত্মপ্রকাশ ঘটবে তাঁর। সেই জল্পনাই হতে সত্যি চলেছে এবার। পাভেল (Pavel) পরিচালিত আসন্ন একটি ছবিতে অভিনয় করতে চলেছেন কিরণ।

তবে শুধু কিরণ নয়, এই ছবিতে থাকছে আরও একটি চমক। জানা গেছে এই ছবিতে কিরণ ছাড়াও থাকবেন ছোটপর্দার রানি রাসমণি অর্থাৎ অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। নতুন ছবি প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন ‘আমার আপকামিং একটা ছবি। যেটা নিয়ে কথা চলছে এখনও অ্যানাউন্সমেন্ট করিনি। কিছুদিনের মধ্যেই এটার কাজ। ছবিটায় কিরণকে নেওয়া হয়েছে। এই ছবিতে দিতিপ্রিয়াও রয়েছে।’

Kiran Dutta

এছাড়া অভিনেতা হিসাবে কিরণকে দরাজ সার্টিফিকেট দিয়ে পাভেল বলেন ‘কিরণ অভিনেতা হিসেবে কেমন সেটা তো এ বার সকলে জানতে পারবেন, আমার সঙ্গে কাজটা হোক। আমার ওকে নিয়ে ব্রাইট কিছু মনে হয়েছে বলেই ওকে নিয়েছি। ও খুব ভাল ছেলে। ভাল অভিনেতাও হবে। আমি যেহেতু নতুনদের নিয়ে কাজ করতে ভালবাসি, প্রচুর নতুন ছেলে মেয়ে আমার সঙ্গে কাজ করে। তাই এ বার কিরণ।’

Ditipriya  Roy

অন্যদিকে দিতিপ্রিয়া রায়ের সঙ্গে কাজের প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন, ‘মন খারাপ-এর শুটিং শেষ হলে দিতিপ্রিয়ার (রায়)সঙ্গে একটা ছবি করব। ওর সঙ্গে আমার রোজই কথা হচ্ছে। আর একটা নতুন লেখা শুরু করেছি। স্পোর্টস নিয়ে লেখা। আমার অফিস রোজ খোলা। রোজ কাজ করি। একদিনও ছুটি নেই।’ জানা গেছে আগামী দশ বারো দিনের মধ্যেই আসন্ন ছবির কাস্টিং এবং ছবির নাম সবকিছুই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

অনেকদিন হল ছোটপর্দায় রানিমার খোলস ছেড়ে বেরিয়ে পড়েছেন দিতিপ্রিয়া। ইতিমধ্যে একেবারে নতুন মেজাজে ধরা দিয়েছেন টিভির পর্দায়। হাতে আসছে একটার পর একটা কাজ। তাই রানিমার মৃত্যু হলেও বিরাম নেই দিতিপ্রিয়ার। নতুন ছবির প্রসঙ্গে দিতিপ্রিয়া জানান, ‘পাভেলদার সঙ্গে একটা ছবি করছি আমি। কনট্র্যাক্টও সাইন হয়ে গিয়েছে। দারুণ লেগেছে স্ক্রিপ্টটা। আপাতত এটুকু। বাকিটা কয়েকদিন পরে জানাব।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥