রানী রাসমণি সিরিয়ালের অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) কে আলাদা করে চেনাতে লাগবে না। সিরিয়ালে মূল চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া। অল্প বয়সেই নিজের অভিনয় দিয়ে ফুটিয়ে তুলেছেন রানি রাসমণির মত একটি চরিত্রকে। আর অভিনয়ের দক্ষতার কারণে সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যেই নানান ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন দিতিপ্রিয়া। কিছুদিন আগে করোনা পরিস্থিতিতে সাবধানে থাকার বার্তাও দিয়েছিলেন। কিন্তু মুশকিল হল অভিনেত্রী নিজেই করোনা আক্রান্ত হয়ে পড়েছিলেন কিছুদিন আগেই। যে খবর পাওয়া মাত্রই মন খারাপ হয়ে গিয়েছিল অসংখ্য ভক্তগণের।
আসলে অভিনেত্রীর বাবার প্রথমে কিছু উপসর্গ ধরা পড়ে। এরপর বাবার টেস্ট করানো হলে রিপোর্ট পসিটিভ আসে। তার কিছুদিন প্রিয় গন্ধ ও স্বাদ পাচ্ছিলেন না দিতিপ্রিয়াও। এরপর তিনিও টেস্ট করলে রিপোর্ট পসিটিভ আসে। এরপর থেকে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন অভিনেত্রী। সাথে ডাক্তারের পরামর্শ মত ওষুধ খাচ্ছেন। তবে এবার মনে হচ্ছে সুস্থ হয়ে গিয়েছেন রানীমা অভিনেত্রী।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও শেয়ার করেছেন দিতিপ্রিয়া। ভিডিওতে নীল রঙের একটি পোশাকে দেখতে পাওয়া যাচ্ছে অভিনেত্রীকে। দিতিপ্রিয়া মূলত বয়কাট চুল রাখতেই বেশি পছন্দ করেন। অবশ্য তাতে তার সৌন্দর্যে এতটুকু ভাটা পড়েনি।
View this post on Instagram
ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিও দেখে ভক্তদের মনে প্রশ্ন জাগছে যে তবে কি সুস্থ হয়ে গেছেন অভিনেত্রী। তাদের উদ্দেশ্যে বলি বর্তমানে সুস্থ আছেন দিতিপ্রিয়া। আসলে ডাক্তারদের পরামর্শ মেনে ও ওষুধ খেয়ে সুস্থ হয়েউঠেছেন অভিনেত্রী। তবে এখুনি অভিনয়ে ফিরবেন কি না তা ঠিক জানা যায়নি।