• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আবারও উজ্জ্বল হল বাংলার মুখ! জাতীয় পুরস্কার পেল দিতিপ্রিয়া অভিনীত প্রথম সিনেমা ‘অভিযাত্রিক’

বাংলা বিনোদন জগতের অন্যতম পরিচিত নাম দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। যদিও ছোট পর্দার দর্শকদের কাছে রানীমা নামেই পরিচিত তিনি। তবে সিরিয়ালের গণ্ডি ছাড়িয়ে অনেক দিন আগেই তিনি অভিনয় শুরু করেছেন ওয়েব সিরিজ থেকে শুরু করে সিনেমায়। দিতিপ্রিয়া অভিনীত প্রথম ছবি ‘অভিযাত্রিক’ (Avijatrik)। পরিচালক শুভ্রজিৎ মিত্রের এই ছবিতে ফিরে এসেছে ছয় দশক পুরনো অপুর পুরোনো নস্টালজিয়া।

সাদাকালো এই ছবির হাত ধরেই ফিরে এসেছে একরাশ নস্টালজিয়া। এবার এই ছবি ৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে পেল সেরা বাংলা ছবির শিরোপা। প্রথম ছবিতেই এত বড় সাফল্য পেয়ে দারুন খুশি নায়িকা।  দিদিপ্রিয়া জানিয়েছেন এই ছবির জন্য অনেক খেটেছিলেন তারা।  তিন বছর ধরে চলেছে এই ছবির শুটিং।  তারা খুব খেটে বানিয়েছিলেন এই ছবিটা। ধরে ধরে শুট করেছিলেন প্রতিটি  দৃশ্য।

   

দিতিপ্রিয়া রায়,Ditipriya Roy,Avijatrik,অভিযাত্রিক,National Award,জাতীয় পুরস্কার

তাই সেই ছবিই জাতীয় পুরস্কার (National Award) পেয়েছে শুনে দারুন উচ্ছসিত অভিনেত্রী নিজে। অভিনেত্রীর কোথায় এই মুহূর্তে তিনি সাফল্যের সপ্তম স্বর্গে রয়েছেন। ধন্যবাদ জানিয়েছেন সিনেমার গোটা টিমকে। প্রসঙ্গত হিরোইন হিসাবে এটিই ছিল দিতিপ্রিয়ার প্রথম ছবি।  এই ছবিতে কোন সংলাপ ছিল না তার। সবটাই তিনি করেছেন চোখের ভাষা আর মুখের এক্সপ্রেশন দিয়ে।

দিতিপ্রিয়া রায়,Ditipriya Roy,Avijatrik,অভিযাত্রিক,National Award,জাতীয় পুরস্কার

প্রসঙ্গত করোনার কারণে বেশ কিছুদিন ধরেই এই জাতীয় পুরস্কারের তালিকা প্রকাশের সময় পিছিয়ে যাচ্ছিল। অবশেষে গতকালই প্রকাশ্যে এসেছে এই তালিকা। সেখানে বাংলায় সেরা সিনেমা নির্বাচিত হয়েছে অভিযাত্রিক অন্যদিকে দেশের সেরা ফিচার ছবিরতে পুরস্কার উঠেছে তামিল সিনেমা ‘সুরারাই পোট্রু’। তবে অভিযাত্রীকের  ঝুলিতে শুধু সেরা সিনেমার  শিরপাই নয় রয়েছে আরও একটি পুরস্কার।

দিতিপ্রিয়া রায়,Ditipriya Roy,Avijatrik,অভিযাত্রিক,National Award,জাতীয় পুরস্কার

এই ছবির জন্য সেরা সিনেমাটোগ্রাফার হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছেন  সুপ্রতিম ভোল।  জাতীয় পুরস্কার পেয়ে তার বাবার স্বপ্ন পূরণ করেছেন তিনি। এত অল্প দিনের মধ্যে তার কাছে এই উচ্চমানের ছবি শুট করা বেশ মুশকিল ছিল।  প্রসঙ্গতই ছবিতে শর্মিলা ঠাকুর অভিনীত অপর্নার  চরিত্রেই দেখা গিয়েছে দিতিপ্রিয়াকে। আর সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত অপু চরিত্রে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী। আর কাজলের চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান মুখোপাধ্যায়।

cropped-Ditipriya-Roy.jpg

প্রসঙ্গত এর আগেও আন্তর্জাতিক স্তরে সম্মানিত হয়েছিল এই সিনেমা। গত বছরের সেপ্টেম্বর মাসেই ম্যানচেস্টার,বার্মিংহাম এবং লন্ডনে  প্রদর্শিত হয়েছিল এই সিনেম। সেখান থেকেই প্রশংসা পেয়ে আসছে এই  সিনেমাটি। তাই এবার আরো এক নতুন পালক জুড়েছে এই সিনেমার মুকুটে।

site