• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লুকোচুরি নয়, ভ্যালেন্টাইন্স ডের আগেই প্রেমপত্র লিখছেন দিতিপ্রিয়া! ছবির পর প্রকাশ্যে এল ভিডিও

Published on:

Ditipriya Roy writes Love Letter for Suhotra Mukherjee

প্রেম করছেন (In Relationship) ছোটপর্দার রানিমা তথা জনপ্রিয় টলিউড অভিনেত্রী (Tollywood Actress) দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। প্রেমিক তাঁরই সহ অভিনেতা তথা একেনবাবুর সঙ্গী বাপি বাবু অর্থাৎ অভিনেতা সুহোত্র মুখার্জি (Suhotra Mukherjee)। তাঁদের এই সম্পর্কের রহস্য এখনই খোলসা হয়নি ঠিকই। কিন্তু কদিন আগেই সুহোত্রর কাঁধে চেপে দুটি মিষ্টি ছবি শেয়ার করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন দিতিপ্রিয়া।

সবাইকে রীতিমতো অবাক করে দিয়ে সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন ‘নাও ইটস অফিসিয়াল। সঙ্গে থাকুন’। আর দিতিপ্রিয়া এই ছবি শেয়ার করা মাত্রই তা  ভাইরাল হতে সময় লাগেনি এক মুহূর্ত। সবার মুখে মুখে ঘুরতে থাকে একটাই প্রশ্ন তবে কি প্রেম করছেন দিতিপ্রিয়া এবং সুহোত্র?

টলিউড অভিনেত্রী,Tollywood Actress,দিতিপ্রিয়া রায়,Ditipriya Roy,সুহোত্র মুখার্জি,Suhotra Mukherjee,সম্পর্ক,Relationship,ভাইরাল ভিডিও,Viral Video,প্রেম করছেন,In Relationship

এরইমধ্যে এই জল্পনাকে উস্কে দিল দিতিপ্রিয়ার করা আরও একটি নতুন পোস্ট। নতুন পোস্টে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী সেখানে দেখা যাচ্ছে নিজের মনেই ফোন ঘাঁটছিল দিতিপ্রিয়া। এরপরেই তার নজর পড়ে পাশে রাখা একটি ডায়েরির দিকে। এরপরেই দেখা যায় হাতে ডায়েরিটা নিয়েই নিজের হাতে চিঠি লিখতে বসে পড়েছেন অভিনেত্রী।

Ditipriya Roy

সেইসাথে অভিনেত্রীর গলায় ভয়েস ওভারেই তাকে বলতে শোনা যাচ্ছে, আজকাল একেবারেই চিঠি লিখতে বসা হয় না, অথচ একটা সময় নাকি নিয়মিত চিঠি লিখতেন। তবে  প্রথম লেখা চিঠিটার কথা আজও মনে আছে তাঁর। যা তিনি লিখেছিলেন প্রিয় বন্ধুকে তাঁর শহর ছেড়ে চলে যাওয়ার আগে। তবে তিনি হঠাৎ কেন লিখতে বসলেন তার উত্তর জানেন না তিনি নিজেও। তবে তিনি মনে করেন যা মুখেও বলা যায় না, এমন কিছু কথা লিখে রাখা ভালো।

সুহোত্রকে ট্যাগ করে করা দিতিপ্রিয়ার এই পোস্ট দেখে অনেকের কৌতূহল গিয়েছে বেড়ে। তাই কমেন্ট সেকশনেই কেউ জানতে চেয়েছেন এটা ‘রিল না রিয়েল লাইফের মুহূর্ত’! কমেন্ট করেছেন লেখক-পরিচালক অভ্রজিৎ সেন। সেই কমেন্টে দিতিপ্রিয়া আর সুহত্রকে ট্য়াগ করে তিনি লিখেছেন, ‘চিঠি তো দূর, আজকাল তোরা একটা হোয়াটস অ্যাপও করিস না।’  তবে মনে করা হচ্ছে সবটাই এই জুটির আসন্ন কোনো প্রজেক্টের প্রচারের স্বার্থে করা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥