রানী রাসমণি সিরিয়ালের অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) কে আলাদা করে চেনাতে লাগবে না। সিরিয়ালে মূল চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া। অল্প বয়সেই নিজের অভিনয় দিয়ে ফুটিয়ে তুলেছেন রানি রাসমণির মত একটি চরিত্রকে। অভিনয়ের এই দক্ষতার কারণে সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী।
সিরিয়ালে রানীমার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। দর্শকদের ভালবাসায় দেখতে দেখতে দীর্ঘ কয়েক বছর কাটিয়ে অনেক অসাধ্য সাধন করেছে সিরিয়ালটি। ইংরেজ আমলে ইংরেজদের সাথে লড়াই থেকে শুরু করে দক্ষিণেশ্বরের মন্দিরের নির্মাণ। এছাড়াও সিরিয়ালে রামকৃষ্ণের নানা বাণী ও মত সিরিয়ালের দর্শকদের বেশ পছন্দের।
কিন্তু সম্প্রতি একটা গুঞ্জন কানে আসছে ২০১৮ সালে শুরু হওয়া রানী রাসমণি সিরিয়াল নাকি শেষ হতে চলেছে। এই গুঞ্জনের সূত্র টলিপাড়া সেখান থেকেই জল্পনা ছড়িয়েছে জেগে হয়তো শীঘ্রই শেষ হতে চলেছে রানী রাসমণি সিরিয়াল টি। সিরিয়ালের গল্প অনুযায়ী জীবনের শেষ সময়ে এসে গিয়েছে রাণীমার। রানী রাসমনির ঐতিহাসিক কাহিনীও একই কথা বলে। এই সময়েই রানীমার জীবনাবসান হয়েছিল। আর ঐতিহাসিক কাহিনীর সাথে তাল মিলিয়ে সিরিয়ালের নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে।
তবে সিরিয়াল শেষ হলেও, রানীমা প্রেমীদের মন খারাপের কিছুই নেই৷ জানা যাচ্ছে, খুব শিগগিরই পাভেলের ছবিতে দেখা মিলবে দিতিপ্রিয়ার। যেই ছবির বিষয় হবে স্পোর্টস অর্থাৎ খেলাধুলা। জানা যাচ্ছে, এই মুহূর্তে পাভেল ব্যস্ত তার আসন্ন ছবি ‘মন খারাপ’ এর শ্যুটিং এর কাজে।
পাভেল জানান, মন খারাপ’-এর শুটিং শেষ হলে দিতিপ্রিয়া(Ditipriya Roy)-র সঙ্গে একটি ফিল্ম করার ইচ্ছা রয়েছে তাঁর। এই ব্যাপারে দিতিপ্রিয়ার সঙ্গে তাঁর প্রায়ই কথা হচ্ছে। ইতিমধ্যেই পাভেলের চিত্রনাট্য বেশ মনে ধরেছে দিতিপ্রিয়ার এবং তাইই তিনি কন্ট্র্যাক্ট ও সাইন করে ফেলেছেন বলে জানান।