• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাহাড় আর সমুদ্রের মাঝেই জন্মদিন উদযাপন করলেন ‘রাণী রাসমণি’! সঙ্গী কে? রইল ভিডিও

Published on:

Ditipriya Roy reveals how she is celebrating her 20th birthday

বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ হলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। বিশেষত ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকে অভিনয় করার পর থেকে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেতে থাকেন এই অভিনেত্রী। সম্প্রতি সেই দিতিপ্রিয়াই ২০ বছরে পা দিলেন।

ছোট পর্দায় ‘রাণী রাসমণি’কে সকাল থেকেই শুভেচ্ছা জানিয়েছিলেন অনুরাগীরা। সঙ্গে জানার আগ্রহ ছিল, কীভাবে জন্মদিন উদযাপনে মেতেছেন দিতিপ্রিয়া (Ditipriya Roy birthday)। আসলে এই ২০তম এই জন্মদিন বাকি জন্মদিনগুলির থেকে একটু আলাদা কেটেছে। পাহাড় আর সমুদ্রের মাঝে মাঝরাতে এই বিশেষ দিন উদযাপনে মেতেছিলেন ‘আয় খুকু আয়’ খ্যাত এই ছোট্ট নায়িকা।

রানী রাসমণি Rani Rashmoni Ditipriya Roy দিতিপ্রিয়া রায়

এমনিতেই হাতে থাকা প্রোজেক্টের কারণে দিতিপ্রিয়ার ব্যস্ততা এখন তুঙ্গে। তবুও জন্মদিনের জন্য ৪ দিনের ছুটি নিয়ে চলে গিয়েছেন বিশাখাপত্তনমে। সঙ্গে ছিল মা, বাবা, দাদা এবং দিদিরা। পরিবারের সঙ্গেই নিজের ২০তম জন্মদিন উদযাপন করলেন দিতিপ্রিয়া।

দিতিপ্রিয়ার জীবন বাকি ২০ বছর বয়সের মেয়েদের থেকে কিন্তু অনেকটাই আলাদা। বাকিদের মতো বাড়ি আর কলেজ করে নয়, বরং শ্যুটিং সেট এবং তার প্রচার করেই সময় কাটে ছোট পর্দার রাণী রাসমণির। এই মুহূর্তে যেমন ‘কলকাতা চলন্তিকা’ ছবির প্রচার চালাচ্ছেন তিনি। সেই কারণে ব্যস্ততা একেবারে তুঙ্গে। তবে তা সত্ত্বেও, আগে থেকে চেয়ে রেখেছিলেন বলে এই চার দিনের ছুটি নিতে পেরেছিলেন।

জন্মদিন উপলক্ষ্যে দিতিপ্রিয়ার সঙ্গে একটি নামী সংবাদমাধ্যমীর তরফ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কত দিন হয়ে গেল আমি ছুটি পাইনি। তবে আজকের দিনের ছুটিটা আমি তিন মাস আগে থেকে চেয়ে রেখেছিলাম। মাঝরাতে কেক নিয়ে এসে আমায় দারুণ সারপ্রাইজ দিয়েছেন পরিবারের সবাই। এই বছরের জন্মদিনটা বেশ অন্যরকম’।

তবে বিশাখাপত্তনম যাওয়ার আগে এখানেও ছোট ছোট বাচ্চাদের সঙ্গে নিজের জন্মদিন উদযাপন করেছিলেন দিতিপ্রিয়া। সঙ্গে ছিল তাঁর প্রিয় খাবার। তবে এই মুহূর্তে পরিবারের সঙ্গে মজা করছেন সদ্য ২০ বছরে পা দেওয়া টলিপাড়ার এই জনপ্রিয় অভিনেত্রী। আগামী ১২ আগস্ট কলকাতায় ফিরেই শুরু হয়ে যাবে তাঁর এবং সন্দীপ্তার নতুন ওয়েব সিরিজের শ্যুটিং।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥