• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাণী মা-র জয়জয়কার! রাজ্যপালের থেকে ‘বছরের সেরা অ্যাওয়ার্ড’ পেলেন দিতিপ্রিয়া

কিশোরী থেকে বয়স্কা প্রায় ১০০০ এপিসোডের বেশি সময় ধরে ‘রানি রাসমণির’ (Rani Rashmoni) চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। মাত্র ১৭ বছর বয়সেই নিজের অভিনয়ের দক্ষতায় অসাধারণভাবে ফুটিয়ে তুলছেন ৫৩ বছরের রানি রাসমণিকে। কিশোরী রানি রাসমণি থেকে বর্তমানে বয়স্কা রানিমাও চরিত্রে অভিনয় করছেন দিতিপ্রিয়া , যা দর্শকদের সমান পছন্দের।

দিতিপ্রিয়া রায় Ditipriya Roy Rani Rashmoni রাণী রাসমণি

   

এই বয়সেই দিতিপ্রিয়ার এমন তুখোড় অভিনয়ের জয়জয়াকার সর্বত্রই। অনেক ছোট থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত সে, তাই অভিনয়ের মারপ্যাঁচ খুব সহজেই রপ্ত করে ফেলেছেন তিনি। ইতিমধ্যেই টেলিভিশন ছাড়াও টলিউড (Tollywood) -এর বেশি কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি।

Bochorer Sera Award Ditipriya Roy দিতিপ্রিয়া রায় বছরের সেরা অ্যাওয়ার্ড

তবে পর্দার দিতিপ্রিয়া আর রিয়েল লাইফের দিতিপ্রিয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। সেই বয়স্ক রানিমা আসলে একটা ছটফটে মিষ্টি মেয়ে। এমনকি টলিউড এর পাশাপাশি এবার বলিউড (Bollywood) -এ অভিষেক করতে চলেছেন দিতিপ্রিয়া রায়। অভিষেক বচ্চনের (Abhisekh bachchan) এর পরবর্তী বহু প্রতীক্ষিত ছবি ‘বব বিশ্বাস’ (Bob Biswas)-এ দেখা যাবে দিতিপ্রিয়াকে।

Bochorer Sera Award Ditipriya Roy দিতিপ্রিয়া রায় বছরের সেরা অ্যাওয়ার্ড

তবে, সম্প্রতি আরো একটি দুর্দান্ত জিনিস ঘটে গিয়েছে দিতিপ্রিয়ার সাথে। যার ফলে আরো একবার রাণী মা এর জয়জয়কার হলো চারিদিকে। আসলে ব্যাপারটা হল এই যে,  ‘বছরের সেরা অ্যাওয়ার্ড’ এ সম্মানিত হলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। বিগত ৩ বছর ধরে রানীমার চরিত্রে অভিনয় আসছেন দিতিপ্রিয়া। এবার রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) নিজে অভিনেত্রীর হাতে ‘বছরের সেরা অ্যাওয়ার্ড’ তুলে দিয়েছেন।

Bochorer Sera Award Ditipriya Roy দিতিপ্রিয়া রায় বছরের সেরা অ্যাওয়ার্ড Jagdeep Dhankhar

দিতিপ্রিয়া সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। মাঝে মধ্যেই নিজের ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি দিতিপ্রিয়া তার ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করেছে। ছবিতে দিতিপ্রিয়ার হাতে অ্যাওয়ার্ড দেখা রাজ্যপাল মহাশয়কে। এছাড়াও সাথে আরো কিছু ছবি শহরে করেছেন দিতিপ্রিয়া। ছবি শেয়ার করে দিতিপ্রিয়া জানিয়েছেন, ‘এটা আমার কাছে খুবই সৌভাগ্যজনক যে আমি এই আওয়ার্ডটি পাচ্ছি। দিতিপ্রিয়ার শেয়ার করা এই ছবিগুলি এখন ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।

 

View this post on Instagram

 

A post shared by Ditipriya Roy (@roy_ditipriya)

site