বাংলা বিনোদন দুনিয়ার (Tollywood) অত্যন্ত জনপ্রিয় এক তারকা হলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। টেলিভিশনের মাধ্যমে কেরিয়ার শুরু হলেও এখন সিনেমা, ওয়েব সিরিয়ালে চুটিয়ে অভিনয় করছেন তিনি। অল্প বয়সেই আকাশছোঁয়া সাফল্য পেয়েছেন ‘করুণাময়ী রানী রাসমণি’ অভিনেত্রী। নিজের পরিশ্রম এবং দুর্দান্ত অভিনয় দক্ষতার মাধ্যমে আদায় করে নিয়েছেন দর্শকদের ভালোবাসা।
দিতিপ্রিয়া এমন একজন অভিনেত্রী যার প্রেমের গুঞ্জন বহুবার শোনা গিয়েছে। তিনি যখন ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকে অভিনয় করছিলেন তখন তাঁর নাম জড়িয়েছিলেন বিশ্বাবসুর সঙ্গে। পরে অভিনেত্রী নিজেই জানান, এই গুঞ্জনে কোনও সত্যতা নেই। তাঁরা কেবলমাত্র ভালো বন্ধু। তবে তখন প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেও এবার প্রকাশ্যে বিয়ে (Marriage) নিয়ে মুখ খুললেন দিতিপ্রিয়া।
সম্প্রতি হইচইয়ে মুক্তি পেয়েছে দিতিপ্রিয়া অভিনীত ওয়েব সিরিজ ‘ডাকঘর’। এই সিরিজে তাঁর সঙ্গে অভিনয় করেছেন অভিনেতা সুহোত্র মুখোপাধ্যায়। সম্প্রতি হইচইয়ের তরফ থেকে দু’জনকে নিয়ে একটি র্যাপিড ফায়ার রাউন্ডের আয়োজন করা হয়েছিল। সেখানেই নিজের বিয়ে নিয়ে মুখ খোলেন দিতিপ্রিয়া।
পর্দার ‘রানী রাসমণি’কে একজন জিজ্ঞাসা করেছিলেন, তিনি কি জানেন পশ্চিমবঙ্গে তাঁর কত অনুরাগী রয়েছে? জবাবে অভিনেত্রী মজার ছলে বলেন, তিনি জানেন না। তবে এত বেশি ভক্ত যদি থাকে তাহলে তিনি এখনও সিঙ্গেল কীভাবে! আর একজন আবার লিখেছিলেন, তিনি সারা জীবনের জন্য দিতিপ্রিয়াকে চান।
সংশ্লিষ্ট নেটিজেনের কথার প্রত্যুত্তরে দিতিপ্রিয়া বলেন, তাঁকে নিয়ে কীভাবে সারা জীবনের কথা ভেবে ফেললেন তিনি? যদিও অভিনেত্রীর জানান, ভাবা ভালো। এরপর একটি মেসেজে একজন নেটিজেন আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন, তিনি নাকি খুব শীঘ্রই দিতিপ্রিয়ার সঙ্গে সাত পাক ঘুরতে চলেছেন।
View this post on Instagram
সেই মেসেজ দেখার সঙ্গে সঙ্গে দিতিপ্রিয়া জিজ্ঞেস করেন, এমন আত্মবিশ্বাস কোথা থেকে আসে? এরপরই দ্বিগুণ আত্মবিশ্বাসের সুরে অভিনেত্রী বলেন, তাঁর এই বিয়ে দু’দিনের বেশি টিকবে না। দিতিপ্রিয়া-সুহোত্রর এই টক-ঝাল-মিষ্টি র্যাপিড ফায়ারের ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।