• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিরহের ভয়ে প্রেমটাই করা হল না! নতুন মিউজিক ভিডিও নিয়ে অকপট দিতিপ্রিয়া

বাংলা বিনোদন জগতের আজকাল অভিনেতা অভিনেত্রীদের হাতে সারাবছরই থাকে ঠাসা কাজ। একটা প্রজেক্ট শেষ হতে না হতেই চলে আসে নতুন কাজের অফার। বাংলা ইন্ডাস্ট্রির এমনই একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন দিতিপ্রিয়া রায়। একসময় দাওসকদের কাছে  ছোট পর্দার রানিমা নামেই বেশি পরিচিত ছিলেন অভিনেত্রী।

করুণাময়ী রানী রাসমণি সিরিয়ালে রাসমণির চরিত্রে অভিনয় করেই পৌঁছে গিয়েছিলেন বাংলার ঘরে ঘরে। প্রসঙ্গত এই সিরিয়াল শেষ হওয়ার বেশ কিছুদিন আগেই সিরিয়ালে মৃত্যু হয়েছিল রানিমার। তবে দীর্ঘদিন ধরে একই চরিত্রে অভিনয় করার জন্য এই রানিমা চরিত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিল অভিনেত্রী। তাই সিরিয়াল শেষ হওয়ার পর থেকেই দিতিপ্রিয়া নিজেকে ব্যস্ত রেখেছেন নিত্য নতুন চরিত্রের সাথে।

   

দিতিপ্রিয়া রায়,Ditipriya Roy,সম্পর্ক,Relatioship,দিব্যজ্যোতি দত্ত,Dibyojyoti Dutta,মিউজিক ভিডিও,Music Video

রানিমার খোলস ছেড়ে বের হওয়ার আপ্রাণ চেষ্টা করে গিয়েছেন তিনি। জন্য তার জন্যই নিত্যনতুন কাজে নিজেকে ব্যস্ত রাখা শুরু করেন দিতিপ্রিয়া। কখনো ওয়েব সিরিজ তো কখনো সিনেমা। আর এইভাবেই অল্প দিনের মধ্যেই তিনি ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত নায়িকা হয়ে উঠেছেন। তাই সিরিয়াল শেষ হওয়ার পর কখনও তিনি ‘রুদ্রবীণার অভিশাপ’ সিরিজে হয়েছেন সাজ আবার কখনো হয়েছেন ‘আয় খুকু আয়’ সিনেমার খুকু।

Prasenjit Ditipriya Aay Khuku Aay Shooting

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে দিতিপ্রিয় অভিনীত ‘অচেনা উত্তম’। এই সিনেমাতেও তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। সিনেমাতে তাকে দেখা গিয়েছিল সাবিত্রী চট্টোপাধ্যায়ের চরিত্রে’ তার এই চরিত্র নিয়ে  চলচ্চিত্র সমালোচক এবং বিশ্লেষকদের মধ্যেও শুরু হয়েছিল ব্যাপক চর্চা। এরই মধ্যে উঠে এসেছে দিতিপ্রিয়ার আসন্ন মিউজিক ভিডিওর প্রসঙ্গ।

দিতিপ্রিয়া রায়,Ditipriya Roy,সম্পর্ক,Relatioship,দিব্যজ্যোতি দত্ত,Dibyojyoti Dutta,মিউজিক ভিডিও,Music Video

প্রসঙ্গত দিতিপ্রিয়া এবার ‘দেখেছি রুপ সাগরে মনের মানুষ’ গানে জুটি বাঁধতে চলেছেন টেলি অভিনেতা দিবজ্যোতি দত্তের সাথে। নতুন কাজে কেমন অভিজ্ঞতা হলো অভিনেত্রীর! এ প্রসঙ্গে সম্প্রতি আনন্দবাজার অনলাইনে মুখ খুলে ছিলেন অভিনেত্রী। সেখানে তিনি জানিয়েছেন দিব্যজ্যোতি টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ তার সাথে কাজের অভিজ্ঞতা এই প্রথম। তবে  সব মিলিয়ে নতুন প্রজেক্টে কাজ করে তার বেশ লেগেছে।

দিতিপ্রিয়া রায়,Ditipriya Roy,সম্পর্ক,Relatioship,দিব্যজ্যোতি দত্ত,Dibyojyoti Dutta,মিউজিক ভিডিও,Music Video

জানা গিয়েছে এই মিউজিক ভিডিওতে দেখা যাবে এমন একটি মেয়ের গল্প যে তাঁর জীবনে অধরা। ভালোবাসা পরিণতি না পাওয়ার পরেও মেয়েটির মনের মধ্যে থেকে গিয়েছে তার প্রাক্তন প্রেমিক। এতো গেল রিল লাইফের কথা কিন্তু রিয়েল লাইফে দিতিপ্রিয়া বিরহ পছন্দ করেন না। অভিনেত্রীর কথায় ‘প্রেম থাকলে বিরহ আসবে’। কিন্তু বিরহ পছন্দ করেন না দিতিপ্রিয়া। তাই নাকি বিরহের ভয়েই আজ পর্যন্ত প্রেমই হয়নি অভিনেত্রীর।