• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এক হাত ঘোমটা, শাড়ি এখন অতীত! ডেনিম ব্রালেটে ‘সেক্সি লুকে’ নজর কাড়লেন দিতিপ্রিয়া

অল্প বয়সেই ইন্ডাস্ট্রিতে এক্কেবারে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। বাংলা টেলিভিশনের রানিমা তিনি। হ্যাঁ,সিরিয়ালে তার চরিত্র শেষ হয়ে গেলেও আজও দর্শকদের কাছে এই নামেই পরিচিত অভিনেত্রী। যদিও আটপৌরে শাড়ি, আর মাথায় একহাত ঘোমটা দেওয়া রানি রাসমণি (Rani Rashmoni) চরিত্রের খোলস ছেড়ে অনেক আগেই বেরিয়ে এসেছেন তিনি। তার কথায় একটা চরিত্রকেই সারাজীবন বয়ে নিয়ে বেড়াতে চাননা তিনি। আর সেকারণেই ধারাবাহিক থেকে এই মুহুর্তে সাময়িক বিরতি নিয়েছেন তিনি।

এই মুহূর্তে ইন্ডাস্ট্রির ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হয়ে উঠেছেন দিতিপ্রিয়া। জানা গেছে কিছুদিন আগেই মুম্বাই গিয়ে একটা ওয়েব সিরিজ এবং একটা বিজ্ঞাপনের শুটিং সেরেছেন অভিনেত্রী। শুটিং, ডাবিং, ছবির প্রমোশন, বিজ্ঞাপন, ওটিটি সবেতেই দিব্যি কাজ করছেন দিতিপ্রিয়া। অভিনেত্রীর কথায়, ‘নানারকম চরিত্রে কাজ করছি, এই সময়টা এনজয় করছি খুব।’ ইতিমধ্যেই হইচই এর ওয়েব সিরিজ ‘রুদ্রবীণার অভিশাপের ‘ মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মেও ডেবিউ করে ফেলেছেন দিতিপ্রিয়া।

   

cropped-Ditipriya-Roy.jpg

দিতিপ্রিয়া বরাবরই জানিয়ে এসেছেন  তিনি একটা চরিত্রকে আজীবন বয়ে নিয়ে বেড়াতে চান না , আর তার জেরেই ধারাবাহিক শেষ হওয়ার পরেই তিনি নিজের সাজপোশাকেও আমূল পরিবর্তন এনেছেন , দিন কয়েক আগেই নিজের চুল কেটে নতুন হেয়ারস্টাইল করেছেন দিতিপ্রিয়া। সম্প্রতি এই লুকেই একেবারে হটকে অবতারে ইনস্টাগ্রামে নতুন রিল ভিডিও শেয়ার করেছেন দিতিপ্রিয়া।

তার পরনে রয়েছে হালকা রঙের বিপদ জিন্স , সাদা বোতাম খোলা শার্টের উপর তিনি মিক্স এন্ড ম্যাচ করে পড়েছেন ডেনিম একটি ব্র্যালেট । সাথে কানে ঝোলা একটিও গোল্ডেন রঙের জাঙ্ক জুয়েলারি। রীলে কখনও তিনি কায়দা করে হেঁটে এসেছেন কখনওবা ক্যামেরার সামনে বসে পোজ দিয়েছেন , এই নয়া লুকে রানীমাকে দেখে প্রশংসার বন্যা বয়ে গিয়েছে কমেন্ট বক্সে। এই রইল ভিডিও শেয়ার করে বেশ কড়া ক্যাপশন দিয়েছেন রানীমা, লিখেছেন, ঘৃণা অথবা ভালোবাসা, যেকোন পরিস্থিতিতেই তাঁকে মনে রাখতে হবে।

 

 

View this post on Instagram

 

A post shared by Ditipriya Roy (@roy_ditipriya)