গতকাল ছিল সরস্বতীপুজো, আর সরস্বতী পুজো কিন্তু আরেকটা কারণে বেশ প্রচলিত। ঠিকই ধরেছেন বাঙালিদের প্রেম দিবস বলা যেতে পারে সরস্বতী পুজোকে। ছোট থেকে বড় এদিন সব মেয়েরাই শাড়ি পড়তে চান। সকাল সকাল বাসন্তী রঙে শাড়ি পরে সেজেগুজে বীণাপাণির কাছে অঞ্জলি দিতে যান সকলেই। ব্যতিক্রম হয়নি পর্দার রানীমা অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) এর সাথেও।
করুণাময়ী রানী রাসমণি সিরিয়ালের দৌলতে ইতিমধ্যেই দর্শকদের কাছে বেশ জনপ্রিয় দিতিপ্রিয়া। সোশ্যাল মিডিয়াতেও লক্ষ লক্ষ অনুগামী রয়েছে অভিনেত্রীর। তাদের সাথে একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে নেন দিতিপ্রিয়া। সম্প্রতি নিজের বাড়ির সরস্বতী পুজোর ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে সরস্বতী প্রতিমার পাশেই বসে থাকতে দেখা যাচ্ছে দিতিপ্রিয়াকে।
দিতিপ্রিয়ার মতে, ‘সব দায়িত্ব মা একই সামলান। তাছাড়া অভিনয়ের সূত্রে ইনডিস্ট্রির অনেক বন্ধুরাও বাড়িতে হাজির হন। একপ্রকার আড্ডা মারার ছুতো মানেই আমার বাড়ির সরস্বতী পুজো’। পাঠভবন থেকে পড়েছেন একাদশ-দ্বাদশ, তাই স্কুলের পুজোর মজা টাকা পাননি অভিনেত্রী। তবে বাড়ির পুজোতে সেই খুশি পুষিয়ে যায় অভিনেত্রীর। দিতিপ্রিয়া জানান, আমাদের স্কুলে পুজো না হলেও ২২শে শ্রাবণ প্রদর্শনী হাত, যেটা অন্য স্কুলে হয়ই না।
এতো গেল পুজো পর্ব, কিন্তু সরস্বতী পুজো মানে যে বাঙালির প্রেম দিবস। সেখানে কি মন্তব্য দিতিপ্রিয়ার? মনের মানুষ রয়েছে অভিনেত্রীর? নাকি এখনো প্রেম আসেনি তাঁর জীবনে! এই সমস্ত জিজ্ঞাস্যের উত্তরে দিতিপ্রিয়া জানান, ‘এটাই দুঃখের বিষয় যে আমার সরস্বতী পুজোয় আজ পর্যন্ত কোনও প্রেম হল না। কি আর করা যাবে, রাস্তা দিয়ে হেঁটে যাওয়া রান্ডম কাউকেই যে ভালোই লাগে না’!
সিরিয়ালে রানীমার পর্ব শেষ হয়ে গিয়েছে। বর্তমানে সিনেমা থেকে ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাচ্ছে দিতিপ্রিয়াকে। কিছুদিন আগে ২৬শে জানুয়ারি ‘মুক্তি’ নামের ওয়েব সিরিজ রিলিজ হয়েছে যেখানে অভিনয় করেছেন দিতিপ্রিয়া। দুর্দান্ত অভিনয়ের জন্য ইতিমধ্যেই বেশ প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী। অবশ্য একাধিক ছবির কাজও রয়েছে দিতিপ্রিয়ার হাতে