• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বয়স ছোট হলেও মর্যাদা অনেক! এবার আনন্দোলক সেরা অভিনেত্রীর পুরস্কার দিতিপ্রিয়ার ঝুলিতে

Ditipriya roy,ranima,rani rashmoni,award,anandalok,দিতিপ্রিয়া রায়,রানি রাসমণী,টলিউড,আনন্দলোক সেরা অভিনেত্রী

অল্প বয়সেই ইন্ডাস্ট্রিতে এক্কেবারে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। বাংলা টেলিভিশনের রানিমা তিনি। হ্যাঁ,সিরিয়ালে তার চরিত্র শেষ হয়ে গেলেও আজও দর্শকদের কাছে এই নামেই পরিচিত অভিনেত্রী। যদিও আটপৌরে শাড়ি, আর মাথায় একহাত ঘোমটা দেওয়া রানি রাসমণি (Rani Rashmoni) চরিত্রের খোলস ছেড়ে অনেক আগেই বেরিয়ে এসেছেন তিনি। তার কথায় একটা চরিত্রকেই সারাজীবন বয়ে নিয়ে বেড়াতে চাননা তিনি। আর সেকারণেই ধারাবাহিক থেকে এই মুহুর্তে সাময়িক বিরতি নিয়েছেন তিনি।

এই মুহূর্তে ইন্ডাস্ট্রির ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হয়ে উঠেছেন দিতিপ্রিয়া। জানা গেছে কিছুদিন আগেই মুম্বাই গিয়ে একটা ওয়েব সিরিজ এবং একটা বিজ্ঞাপনের শুটিং সেরেছেন অভিনেত্রী। শুটিং, ডাবিং, ছবির প্রমোশন, বিজ্ঞাপন, ওটিটি সবেতেই দিব্যি কাজ করছেন দিতিপ্রিয়া। অভিনেত্রীর কথায়, ‘নানারকম চরিত্রে কাজ করছি, এই সময়টা এনজয় করছি খুব।’ ইতিমধ্যেই হইচই এর ওয়েব সিরিজ ‘রুদ্রবীণার অভিশাপের ‘ মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মেও ডেবিউ করে ফেলেছেন দিতিপ্রিয়া।

Ditipriya roy,ranima,rani rashmoni,award,anandalok,দিতিপ্রিয়া রায়,রানি রাসমণী,টলিউড,আনন্দলোক সেরা অভিনেত্রী

এদিকে খুব শিগগিরই প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে তার ছবি, “আয় খুকু আয়” মুক্তি পাবে বড় পর্দায়। সুতরাং এখন তার বিন্দুমাত্র নষ্ট করবার সময় নেই। দিনকে দিন আরও বেশি ঘষে মেজে নিজেকে যোগ্য তৈরি করছেন অভিনেত্রী। তবে এর আগে পরে যতই কাজই অভিনেত্রী করুক না কেন, তাকে সুখ্যাতি পরিচয় সবই এনে দিয়েছে রানি রাসমণি ধারাবাহিকটি।

Ditipriya roy,ranima,rani rashmoni,award,anandalok,দিতিপ্রিয়া রায়,রানি রাসমণী,টলিউড,আনন্দলোক সেরা অভিনেত্রী

এবার আবারও রানিমার মুকুটে জুড়ল নয়া পালক। আনন্দলোক পুরস্কার ২০২২ এর সেরা অভিনেত্রীর শিরোপা উঠলে রানিমা তথা দিতিপ্রিয়ার মাথাতেই। সেরা ধারাবাহিকের খেতাব পেয়েছে করুণাময়ী রানী রাসমণি। সুতরাং বোঝাই যাচ্ছে, ধারাবাহিক শেষ হলেও তার জনপ্রিয়তা এখনও পর্যন্ত একই রকম রয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥