• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রানিমার কেরিয়ার গ্রাফ তরতরিয়ে উঠছে! এবার অভিষেক বচ্চনের সঙ্গে বড়পর্দায় দিতিপ্রিয়া

Ditipriya roy Abhisekh Bachchan

কিশোরী থেকে বয়স্কা প্রায় ১০০০ এপিসোডের বেশি সময় ধরে ‘রানি রাসমণির’ (Rani Rashmoni) চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। মাত্র ১৭ বছর বয়সেই তিনি অবলীলায় ফুটিয়ে তুলছেন ৫৩ বছরের রানি রাসমণিকে। কিশোরী রানি রাসমণি থেকে এখন বয়স্কা রানিমাও দর্শকদের সমান পছন্দের।

এই বয়সেই দিতিপ্রিয়ার এমন তুখোড় অভিনয়ের জয়জয়াকার সর্বত্রই। অনেক ছোট থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত সে, তাই অভিনয়ের মারপ্যাঁচ খুব সহজেই রপ্ত করে ফেলেছেন তিনি। ইতিমধ্যেই টেলিভিশন ছাড়াও টলিউড (Tollywood) -এর বেশি কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। এবার তার সাফল্যের মুকুটে উঠতে চলেছে নয়া পালক। টলিউড এর পাশাপাশি এবার বলিউড (Bollywood) -এ অভিষেক করতে চলেছেন দিতিপ্রিয়া রায়।

Ditipriya roy

জানা যাচ্ছে অভিষেক বচ্চনের (Abhisekh bachchan) এর পরবর্তী বহু প্রতীক্ষিত ছবি ‘বব বিশ্বাস’ (Bob Biswas)-এ দেখা যাবে দিতিপ্রিয়াকে। ছবিতে অভিষেকের মেয়ের বান্ধবীর মতো একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন দিতিপ্রিয়া।

এদিকে পরিচালক সুজয় ঘোষের পাশাপাশি এই সিনেমায় প্রযোজনা করছেন গৌরী খান। রয়েছেন প্রযোজক গৌরব ভর্মাও।সুজয় ঘোষের সুপারহিট ছবি ‘কাহানি’র অন্যতম জনপ্রিয় চরিত্র ছিল বব বিশ্বাস। তাকে নিয়েই গল্প।

Bob Biswas Abhisekh Bachchan

তবে পর্দার দিতিপ্রিয়া আর রিয়েল লাইফের দিতিপ্রিয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। সেই বয়স্ক রানিমা আসলে একটা ছটফটে মিষ্টি মেয়ে। ছোটো বয়েজকাট চুল আর হালকা পোশাকেই সবচেয়ে কমফর্টটেবল তিনি। লম্বা ঘন চুল, অতিরিক্ত মেকআপ, সাজের বহর এসবের মাঝে দিতিপ্রিয়া কখনই নিজেকে জড়ান না। তাঁর কাছে ফ্যাশন কিংবা স্টাইল মানেই কমফার্টটাই আগে। সাজের চাপে নিজেকে বেঁধে ফেলেন না তিনি। বরং স্বাধীনভাবে মনের মত সাজেন দিতিপ্রিয়া। তাই গতে বাঁধা সৌন্দর্যের থেকে ঢের দূরে থেকেও ভক্তদের মন জয় করেন এই ইউনিক অবতারে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥