• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঐশ্বর্য রাইয়ের ‘কাজরা রে’ গানে পাতলা কোমড় দোলালেন রাণীমা দিতিপ্রিয়া! নেটিজেনরা বলছে ‘নাচতে পারে না’

Published on:

দিতিপ্রিয়া রায়,বলিউড,কাজরা রে,ঐশ্বর্য রাই,Ditipriya roy,Bollywood,kajra re,aishwarya rai,dance,viral video

অল্প বয়সেই ইন্ডাস্ট্রিতে এক্কেবারে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। বাংলা টেলিভিশনের রানিমা তিনি। হ্যাঁ,সিরিয়ালে তার চরিত্র শেষ হয়ে গেলেও আজও দর্শকদের কাছে এই নামেই পরিচিত অভিনেত্রী। যদিও আটপৌরে শাড়ি, আর মাথায় একহাত ঘোমটা দেওয়া রানি রাসমণি (Rani Rashmoni) চরিত্রের খোলস ছেড়ে অনেক আগেই বেরিয়ে এসেছেন তিনি। তার কথায় একটা চরিত্রকেই সারাজীবন বয়ে নিয়ে বেড়াতে চাননা তিনি। আর সেকারণেই ধারাবাহিক থেকে এই মুহুর্তে সাময়িক বিরতি নিয়েছেন তিনি।

এই মুহূর্তে ইন্ডাস্ট্রির ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হয়ে উঠেছেন দ্বিতিপ্রিয়া। জানা গেছে কিছুদিন আগেই মুম্বাই গিয়ে একটা ওয়েব সিরিজ এবং একটা বিজ্ঞাপনের শুটিং সেরেছেন অভিনেত্রী। শুটিং, ডাবিং, ছবির প্রমোশন, বিজ্ঞাপন, ওটিটি সবেতেই দিব্যি কাজ করছেন দিতিপ্রিয়া। অভিনেত্রীর কথায়, ‘নানারকম চরিত্রে কাজ করছি, এই সময়টা এনজয় করছি খুব।’ ইতিমধ্যেই হইচই এর ওয়েব সিরিজ ‘রুদ্রবীণার অভিশাপের ‘ মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মেও ডেবিউ করে ফেলেছেন দিতিপ্রিয়া।

Ditipriya Roy 4

এখন বাংলার গন্ডি পেরিয়ে আরব সাগর পাড়ে অর্থাৎ মুম্বাইয়ের বলিউড ইন্ডাস্ট্রিতেও অবাধ যাতায়াত তার। তাই এখন প্রায়ই আজ কলকাতা তো কাল মুম্বাই এমনই ব্যস্ত শিডিউল থাকে অভিনেত্রীর।টলিউড,বলিউড দুই ইন্ডাস্ট্রিতে কাজ করলেও দ্বিতিপ্রিয়ার কাছে টলিউড মানেই ঘর। অভিনেত্রীর কথায় ‘এখানে আমি অনেক বেশি কমফোর্টেবল। এখন আমার ঘরের ইন্ডাস্ট্রি হল টলিউড।’

Ditipriya Roy 3

সম্প্রতি দিদি নং ওয়ানের নতুন সিজনেও উপস্থিত হয়েছিলেন বাংলার রানিমা৷ তবে এবার এক্কেবারে অন্য মেজাজে ধরা দিলেন রানিমা। পরবারের কোনোও এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে খোশ মেজাজে বলিউড গানে ঠুমকা লাগালেন তিনি৷ পরনে তার ডিজাইনার লেহেঙ্গা, সাথে ছোট ছোট চুল।

দিতিপ্রিয়া রায়,বলিউড,কাজরা রে,ঐশ্বর্য রাই,Ditipriya roy,Bollywood,kajra re,aishwarya rai,dance,viral video

ঐশ্বর্য রাই বচ্চনের ‘কাজরা রে কাজরা রে তেরে কালে কালে ন্যায়না’ গানেই বিয়ে বাড়ি মাতিয়েছেন দিতি। ঝলমলে হাসি তার জৌলুস আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। ফাঁকা সময়ে পরিবারের সাথে কাটাতেই পছন্দ করেন দিতিপ্রিয়া, এরপর দিতিপ্রিয়ার সঙ্গে তার বাবাকেও নাচতে দেখা গিয়েছে বাদ যাননি তার জেঠুও। সব মিলিয়ে এই ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥