‘রানী রাসমণি (rni rashmoni)’ সিরিয়ালের রানীমা অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (ditipriya roy)। দক্ষ অভিনয়ের কারণে সকলের আছেই বেশ জনপ্রিয় দিতিপ্রিয়া। অন্যদিকে বলিউডের বিখ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউত (kangana ranaut)। একজন টলিপাড়ায় বিখ্যাত হলে আরেকজন বলিপাড়ার প্রথম সারির নায়িকা। অভিনেত্রী হিসাবে দুজনেই বেশ ভালো ও জনপ্রিয়। কিন্তু এবার বলিউডের মণিকর্ণিকা অভিনেত্রী কঙ্গনার সাথে নিজের তুলনা করলেন রানীমা অভিনেত্রী দিতিপ্রিয়া।
দিতিপ্রিয়া হোক বা কঙ্গনা সোশ্যাল মিডিয়াতে দুজনেই বেশ সক্রিয়। অসংখ্য অনুগামীদের উদ্দেশ্যে প্রতিনিয়ত ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন দুজনেই। অবশ্য কঙ্গনা রানাউত সোশ্যাল মিডিয়াতে একটু বেশিই সক্রিয়। সমস্ত বিষয়েই কথা বলতে ভালোবাসেন কঙ্গনা আর এই কারণে একাধিকবার নানান সমস্যার সম্মুখীন হয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি দিতিপ্রিয়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি হাকবি শেয়ার করেছেন। যেখানে নিজেকে কঙ্গনার সাথে তুলনা করেছেন দিতিপ্রিয়া। স্টোরিতে লেখা রয়েছে, ‘যদি ফ্ল্যার্টিং টুইটার হয় তাহলে আমি কঙ্গনা রানাউত’। আগেই বলেছি কঙ্গনা সোশ্যাল মেডীতে ভীষণভাবে সক্রিয়। প্রায় সব বিষয়েই কথা বলেন তিনি। যে কারণে কেউ কঙ্গনাকে পছন্দ করেন তো কেউ অপছন্দ। তবে দিতিপ্রিয়ার ক্ষেত্রে কিন্তু সেটা নয়।
টিভির পর্দায় রানীমা চরিত্রে হোক বা সোশ্যাল মিডিয়ার পর্দায় দিতিপ্রিয়া দুজনই দর্শকদের বেশ পছন্দ। ছোট্ট বয়সেই অভিনয়ের দক্ষতা আয়ত্তে করেছে দিতিপ্রিয়া। যা প্রবীণ রানীমার চরিত্র দিব্যি ফুটিয়ে তুলেছে টিভির পর্দায়। আবার বাস্তবে ঠিক কিশোরীর মত সাবলীল আর সুন্দরী। অভিনেত্রীর ফটোশুটের ছবি বা ভিডিও দেখলে বোঝা খুবই খুব মুশকিল হয়ে পরে যে পর্দার রানীমা আর বাস্তবের দিতিপ্রিয়া একই।
তবে যে সিরিয়ালের জন্য এতো জনপ্রিয়তা দিতিপ্রিয়ার সেই সিরিয়ালের তার চরিত্র শেষের পথে। আর কিছুদিনের মধ্যেই রানীমা প্রয়াত হবেন। সিরিয়ালের পর্ব শেষ হয়ে গিয়েছে দিতিপ্রিয়ার। এবার বলিউড থেকে টলিউডের পর্দায় বড় ছবির জন্য প্রস্তুত অভিনেত্রী। একাধিক ছবির অফার ইতিমধ্যেই হাজির হয়েছে তার কাছে।