• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্যিই ‘রাণী মা’ দিতিপ্রিয়া! পথশিশুদের উপহার দিয়ে জন্মদিন উদযাপন করলেন অভিনেত্রী, রইল ভিডিও

Published on:

Ditipriya Roy celebrates her birthday with street children, watch video

বাংলা বিনোদন দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ হলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। সেই ছোট্টবেলা থেকে দাপিয়ে অভিনয় করছেন তিনি। একাধিক সুপারহিট ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। বিশেষত, ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে পেয়েছিলেন বিপুল জনপ্রিয়তা।

সেই দিতিপ্রিয়াই গত ১০ আগস্ট ২০ বছরে পা (Ditipriya Roy birthday) দিলেন। নিজের জীবনের এই বিশেষ দিন উদযাপন করতে চার দিনের ছুটি নিয়ে পরিবারের সঙ্গে চলে গিয়েছিলেন বিশাখাপত্তনম। সেখানেই জন্মদিন উদযাপন করেছেন ছোট পর্দার ‘রাণী মা’।

দিতিপ্রিয়া রায় Ditipriya Roy Rani Rashmoni রাণী রাসমণি

তবে সেখানে যাওয়ার আগে এখানে বিশেষভাবে জন্মদিন উদযাপন (Birthday celebration) করেছিলেন দিতিপ্রিয়া। এখানকার ছোট ছোট বেশ কিছু পথশিশুর সঙ্গে শহরের একটি নামী ক্যাফেতে গিয়ে নিজের ২০তম জন্মদিনের প্রাক সেলিব্রেশনে মেতেছিলেন ‘আয় খুকু আয়’ খ্যাত অভিনেত্রী।

দিতিপ্রিয়া ইনস্টাগ্রামে কচিকাচাদের সঙ্গে জন্মদিন সেলিব্রেশনের সেই ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘পুচকেগুলোর মুখের এই হাসি, এর থেকে বড় উপহার কী বা হয় জন্মদিনে? প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার জীবনের এই বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তোলার জন্য’।

এছাড়াও কচিকাচাদের সঙ্গে দিতিপ্রিয়ার প্রাক জন্মদিন উদযাপনের বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমেও বেশ ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, কচিকাচাদের সঙ্গে হুল্লোড় করে জন্মদিন উদযাপন করছেন ছোট পর্দার রাণী রাসমণি। কেক কেটে তা খুদেদের খাইয়ে দেওয়ার পর তাঁদের হাতে খারাবের বাক্স তুলে দেন দিতিপ্রিয়া। এরপর তুলে দেন নতুন পোশাক, বর্ণভিটা, চিপস-সহ একটি গিফটের প্যাকেট। যা দেখে একেবারে আনন্দে আত্মহারা হয়ে যান সেই শিশুরা। সেলিব্রেশন শেষে আবার খুদেদের গাড়ি করে বাড়িও পৌঁছে দেন অভিনেত্রী।

পর্দার ‘রাণী রাসমণি’র জন্মদিন উদযাপনের এই ভিডিও দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। যেভাবে পথশিশুদের সঙ্গে নিজের বিশেষ দিন উদযাপন করেছেন তিনি, তা মন জয় করে নিয়েছে নেটাগরিকদের। দিতিপ্রিয়ার ভূয়সী প্রশংসা করেছেন তাঁরা। মাত্র ২০ বছর বয়স হলে কী হবে, তিনি যে একজন ভাল মানুষ হতে পেরেছেন তা দেখেই আনন্দিত হয়েছেন ভক্তরা। অনেকে তো আবার তাঁকে ‘সত্যিকারের রাণী মা’ তকমাও দিয়ে দিয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥