• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চার চারটি কেক কেটে পরিবারের সাথেই জন্মদিন পালন, বার্থডে গার্ল দিতিপ্রিয়ার !

Published on:

ditipriya roy,birthday,rani rashmoni

গতকাল অর্থাৎ মঙ্গলবার ছিল বাংলার জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের (Ditipriya Roy) জন্মদিন। ‘টিন এজ’-এর শেষ পর্যায়ে এসে এদিন ১৯ -এ পা রেখেছেন সকলের প্রিয় রানিমা। যদিও গত মাসেই রানি রাসমণি (Rani Rashmoni) ধারাবাহিকে অভিনয়ের পাঠ চুকিয়ে দিয়েছেন অভিনেত্রী। বয়স্ক রানিমার খোলস ছেড়ে তিনি এখন পুরোদস্তুর টিন এজ গার্ল। তবে ছোট পর্দায় রানিমার চরিত্র থেকে বিদায় নিলেও নতুন কাজে ব্যাস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী।

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘তানসেনের তানপুরা’য় (Tansen Er Tanpura) একেবারে নতুন লুকে দিতে চলেছেন দিতিপ্রিয়া। বর্তমানে এই ওয়েব সিরিজের শ্যুটিংয়েই ব্যাস্ত অভিনেত্রী। জন্মদিনেও দিনভর ব্যস্ত ছিলেন শুটিং-এ। তাতে অবশ্য আপত্তি ছিল না অভিনেত্রীর। তাছাড়া জন্মদিনে ছুটি নেওয়া নয়, বরং কাজে ডুবে থাকতে ভালোবাসেন দিতিপ্রিয়া। কারণ অভিনয়ই তাঁর প্রথম ভালোবাসা।

ditipriya roy,birthday,rani rashmoni

সকালে কলটাইম থাকায় এবারের জন্মদিনের প্রথম কেকটা শ্যুটিং সেটেই কেটেছেন। এরপর রাত করে বাড়ি ফিরেই দেখেন পরিবারের সবাই মিলে তাঁকে সারপ্রাইজ দিতে একেবারে ঘরোয়াভাবে হলুদ আলোয় ঘর সাজিয়ে তুলেছেন। সেই বাড়ির একমাত্র ছোটো সদস্য দিতিপ্রিয়ার জন্য আনা হয়েছে চার চারটি কেক। আর সকলের দেওয়া এই সারপ্রাইজে দারুণ খুশি হয়েছেন দিতিপ্রিয়াও।

ditipriya roy,birthday,rani rashmoni

গতকাল বাড়িতে বার্থডে সেলিব্রেশনের সেই বিশেষ মুহুর্তের ভিডিও ইনস্টাগ্রামে ভক্তদের সাথে শেয়ার করে নিয়েছেনছেন দিতিপ্রিয়া। ক্যাপশনে লিখেছেন ‘বার্থডে সেলিব্রেশন পার্ট থ্রি।’ ভিডিওতে দেখা যাচ্ছে টেবিলে পরপর, চারটি কেকের সামনে কালো ড্রেসে বসে রয়েছেন দিতিপ্রিয়া। প্রথমে এক এক করে সবকটা কেক কাটলেন। তারপর একটুকরো কেক নিয়ে প্রথমে মাকে এবং পরিবারের সবাইকে খাওয়ালেন অভিনেত্রী। কেক কাটা শেষ করে নিজের হাতে ক্যামেরা তুলে নিয়ে একে একে আলাপ করিয়ে দিলেন উপস্থিত দাদা, দিদি, মা, বাবা ও অন্যান্য সদস্য সহ পোষ্য পপকর্নের সাথেও।

 

উল্লেখ্য গতকাল সারাদিন শুটিংয়ে ব্যস্ত থাকলেও বন্ধু বান্ধবদের নিয়ে আজ অর্থাৎ বুধবার নিজের বাড়িতেই হাউজ পার্টি করবেন দিতিপ্রিয়া। উপস্থিত থাকতে পারেন অভিনেত্রীর ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধবরাও। এছাড়া দিতিপ্রিয়া জানান বুধবার তাঁর নেই, আর বাংলা ক্যালেণ্ডার মতে এই দিনেই জন্ম দিতিপ্রিয়ার। তাই পরিবার আর বন্ধুদের সঙ্গে আজ চুটিয়ে হাউজ পার্টি করবেন অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥