• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তারক মেহেতার দোয়াবেন বাস্তবে যেন রাজরানী ! কোটি কোটি টাকার সম্পত্তির মালিক তিনি

তারক মেহতা কি উল্টা চশমা,দয়াবেন,দিশা ভাকানি,সম্পত্তি,tarak mehta ki ooltah chasma,dayaben,disha bhakani

‘তারক মেহতা কা উল্টা চশমা’ ২০০৮ সাল থেকে টেলিভিশন জগতে রাজত্ব করছে। শোতে এমন অনেক চরিত্র ছিল যারা দর্শকদের হৃদয়ে চিরকালের জন্য তাদের জায়গা করে নিয়েছে। এই শোয়েরই এমনই এক চরিত্র দয়াবেন। নিজের অভিনয়ের দক্ষতায় দর্শকদের মন জিতে নিয়েছেন তিনি। এই চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী দিশা ভাকানি। দিশা তার বিয়ের পরেও চুটিয়ে কাজ চালিয়ে গেলেও সন্তান জন্ম দেওয়ার পর তিনি এখনো পর্যন্ত শো -তে ফেরেননি।

একটি সাম্প্রতিক প্রতিবেদনে, দিশা ভাকানির মোট সম্পদ প্রকাশ করেছে এবং বলেছে যে তাদের মোট সম্পদের পরিমাণ কোটি টাকা। কারণ শো-এর মধ্যে তাকে মোটা অঙ্কের পারিশ্রমিক দেওয়া হয়। ‘তারক মেহেতা কি উল্টা চশমার’-জন্য প্রতি পর্বে ১ থেকে ১.৫ লক্ষ, এবং ২০১৭ সালে প্রায়  প্রতি মাসে ২০ লাখ টাকা উপার্জন করেবন তিনি।

তারক মেহতা কি উল্টা চশমা,দয়াবেন,দিশা ভাকানি,সম্পত্তি,tarak mehta ki ooltah chasma,dayaben,disha bhakani

টেলিভিশনে অভিনয় বাদেও তিনি আজ অবধি অসংখ্য বিজ্ঞাপনেও কাজ করেছেন দিশা, অভিনেত্রীর মোট সম্পদ রয়েছে ৫ মিলিয়ন বা ভারতীয় মুদ্রায় ৩৭ কোটি টাকা। শুধু তাই নয় তিনি একটি বিএমডব্লিউ প্রিমিয়াম অটোমোবাইলের মতো একটি ব্যয়বহুল গাড়ি চালান।

তারক মেহতা কি উল্টা চশমা,দয়াবেন,দিশা ভাকানি,সম্পত্তি,tarak mehta ki ooltah chasma,dayaben,disha bhakani

তার বিখ্যাত টিভি শো ছাড়াও, তিনি অনেক টিভি শো এবং বলিউড চলচ্চিত্রে উপস্থিত হয়েছেন। দিশা ‘দেবদাস’, ‘মঙ্গল পান্ডে: দ্য রাইজিং’, ‘যোধা আকবর’, ‘সি কোম্পানি’, ‘লাভ স্টোরি ২০৫০’ এবং অন্যান্য সহ বলিউডের অনেক ছবিতে অভিনয় করেছেন। তিনি ‘খিচড়ি’, ‘বীর ভক্তি হাই শক্তি হ্যায়’, ‘আহত’ এবং অন্যান্যদের মতো টেলিভিশন শোতেও উপস্থিত হয়েছেন। দিশা ভাকানি একজন অভিনয় স্নাতক এবং থিয়েটার শিল্পী, যিনি ২০১৫ সালে ময়ুর পাদিয়াকে বিয়ে করেছিলেন এবং নভেম্বর ২০১৭ সালে তাদের প্রথম সন্তানকে স্বাগত জানান।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥