• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টাকা পয়সা শেষ! লাখ টাকার গাড়ি ছেড়ে অটোতে ঘুরে বেড়াচ্ছেন বলিউড অভিনেত্রী, ভাইরাল হল ছবি

Updated on:

Disha Patani In Auto Rickshaw Viral Photo দিশা পাটানি ভাইরাল ছবি

বলিউডের (Bollywood) সেক্সি ডিভা দিশা পাটানি (Disha Patani)। সোশ্যাল মিডিয়াতে দিশার ছবি মানেই শীতের মাঝে উষ্ণতার ছোঁয়া। অভিনেত্রী দিশা পাটানি রাজকীয় লাইফস্টাইলে জীবনযাপন করেন। বিলাসবহুল বাড়ি থেকে শুরু করে বিলাসবহুল গাড়ি কোনো কিছুরই অভাব নেই অভিনেত্রীর। কিন্তু দিশা পানির এবার এমনেক ছবি ভাইরাল (Viral Photo) হচ্ছে যা দেখে অবাক হয়ে যাবেন। কোনো  সিলেব্রিটি নয় একেবারে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই দেখতে লাগছে দিশা পাটানিকে।

ভাইরাল হওয়া ছবিতে কোনো বিলাসবহুল গাড়িতে বা কোনো শুটিং সেটা দেখা যায়নি দিশা পাটানিকে। দেখা গিয়েছে একটি অটো রিক্সায় ঘুরতে, আর এই ছবিই এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে। কোথায় গেল লাখ টাকার বিলাসবহুল গাড়ি! তবে কি দিশা পাটানির সমস্ত টাকা শেষ? আসলে ব্যাপারটা ঠিক সেরকম নয়। দিশা বার্সোবায় গিয়েছিলেন একটি অ্যাডের শুটিং এর জন্য। আর শুটিংয়ের শেষে দিশা পাটানি বিলাসবহুল গাড়ির বদলে অটো রিকশায় বাড়ি ফিরেছেন।

Disha Patani In Auto Rickshaw Viral Photo দিশা পাটানি ভাইরাল ছবি

দিশা পাটানির একটি ফ্যান পেজের তরফ থেকে ছবিটি শেয়ার করা হয়েছে। ছবিতে মাস পরে ব্ল্যাক টপ আর ট্রাউজার পরে বসে থাকতে দেখা গেছে দিশা পাটানিকে। অটোতে বসে থাকা দিশা পাটানির ছবি ইন্টারনেটে শেয়ার হলে তা নিমিষে ভাইরাল হয়ে পড়ে। দিশার এই ছবি দেখে অনেকেই তার প্রশংসা করেছেন। তবে, দিশাই প্রথম নন, অনেক বলিউড সেলেব্রিটিরাই পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেছেন। একসময় অভিনেত্রী সারা আলী খান অটো রিকশাতেই জিম যেতেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥