২২শে এপ্রিল দিনটা বলিউডের ভাইজান সালমান খানের (Salman Khan) ভক্তদের জন্য ছিল বহু প্রতীক্ষিত একটি দিন। সালমান খানের পরবর্তী ছবি ‘রাধে (Radhe)’ এর ট্রেলার রিলিজ হয়েছে এদিন। দীর্ঘ দিন ধরে ভাইজানের সিনেমার জন্য অপেক্ষায় ছিল ভক্তরা। ফুল ও অ্যাকশন সমেত বিখ্যাত বলিউড ছবি ওয়ান্টেড এর পার্ট ২ হিসাবেই রিলিজ হতে চলেছে রাধে। ছবিতে সালমান খানের সাথে দেখা যাবে বলিউডের সুপার হট অভিনেত্রী দিশা পাটানিকে।
ছবিতে রাধে একজন পুলিশ চরিত্রে অভিনয় করবেন সালমান খান। তবে ছবিতে সলমানের স্টাইল স্টেটমেন্ট বাকি ছবির থেকে বেশ আলাদা। ইতিমধ্যেই, সলমানের এই লুককে ভক্তরা খুব পছন্দ করেছেন। এমনকি এই লুকের ফিল্টারও এসে গেছে, সম্প্রতি যা ব্যবহার করে দিশা পাটনি তার ইন্সটা স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন। ‘রাধে’র টাইটেল ট্র্যাকটি ব্যবহার করেই একটি ভিডিও বানিয়েছেন দিশা।
এটি উল্লেখযোগ্য যে ছবিটির ট্রেলারের সাথে এ পর্যন্ত প্রকাশিত সমস্ত গানও হিট হয়েছে। ছবিতে সালমান খানের পাশাপাশি দিশা পাটনি, রণদীপ হুডা ও জ্যাকি শ্রফও প্রধান চরিত্রে অভিনয় করবেন।
প্রসঙ্গত, বলি ভাইজানের প্রতিজ্ঞা ছিল অনস্ক্রিন তিনি কখনোই ‘কিস’ (Kiss) করবেন না। কিন্তু ট্রেলারেই আভাস পাওয়া গেল সেসব প্রতিজ্ঞা ভেঙেচুরে ফেলে ছবির নায়িকা দিশা পাটানির (Disha Patani) ঠোঁটে ঠোঁট ডুবিয়েছেন সলমন।
https://twitter.com/Itzmeavinash/status/1391031355505471494?ref_
ট্রেলারে এক ঝলকই এই দৃশ্য দেখা গিয়েছে। সামনে জোড়ালো আলো আর তার মধ্যেই একটি সিনে বোঝা গেল দিশাকে কিস করছেন ভাইজান। চোখের পলক পড়তে না পড়তেই দৃশ্য শেষ, কিন্তু গোটা ট্রেলারে এই দুসেকেন্ডই যেন ভক্তদের উৎসাহ আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।