• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দিশা পাটানি বাইসেক্সুয়াল! টাইগারের প্রেমিকার আগের সম্পর্ক ভাঙার কারণ প্রকাশ্যে

বলিউড অভিনেত্রী দিশা পাটানি (Disha Patani)। ‘বাগি ২’ ও ‘মালাং’ ছবিতে অভিনেত্রীর দুর্দান্ত অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। আর অভিনয়ের পাশাপাশি অভিনেত্রীর করিশ্মাতেই ফিদা তার ভক্তকূল। অন্তর্বাস, বিকিনি থেকে ওয়েস্টার্ন সবেতেই তিনি সুপারকুল। তাকে নিয়ে সবসময়েই সরগরম থাকে পেজ থ্রির পাতা। কিন্তু এখন তাকে নিয়ে জল্পনা তুঙ্গে।

   

শোনা যাচ্ছে টাইগার শ্রফের প্রেমিকা দিশা পাটানি নাকি বাইসেক্সুয়াল বা উভকামী। টাইগারের আগে দিশা সম্পর্কে জড়িয়েছিলেন কসৌটি জিন্দেগী কি ২ খ্যাত পার্থ স্যামথান-এর সঙ্গে। পার্থ ছিলেন উভকামী। সূত্রের খবর, দিশার সঙ্গে সম্পর্ক থাকাকালীন পার্থ ডেট করছিলেন জনপ্রিয় প্রযোজক বিকাশ গুপ্তার সঙ্গে। আর এটা জানার পরেই দিশা তড়িঘড়ি সম্পর্ক থেকে বেড়িয়ে আসেন।

তাই এখন নেটপাড়ায় জল্পনা পার্থ যেহেতু উভকামী ছিলেন, দিশাও কি তবে উভকামী? জানা যাচ্ছে, পার্থ যে বিকাশ গুপ্তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তা নিজেই স্বীকার করেছিলেন দিশার কাছে। এমনকী প্রযোজক বিকাশ গুপ্তাও নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ্যেই স্বীকার করে নেন যে তিনিও উভকামী। কিন্তু দিশা এখনো এই ব্যাপারে কিছুই জানাননি।