স্বর্ণযুগের সুমধুর গান গুলি শুনলে আজও শান্তিতে চোখ বুজে আসে। আর সেই যুগেরই এক প্রবাদপ্রতিম শিল্পী মান্না দে (Manna Dey)। ১৯৮৩ সালে গাওয়া মান্না দের অন্যতম জনপ্রিয় গান ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’। এই গানের সাথে শুধু মান্না দে নয় জড়িয়ে আছেন সুপর্ণকান্তি ঘোষ, গৌরী প্রসন্ন মজুমদারের মতো খ্যাতনামা ব্যক্তিত্বের নাম।
মোট কথা এখনও পর্যন্ত বাঙালির নস্টালজিয়া এই গান। আজও কলেজস্ট্রীটের উপর যে কফি হাউজ রয়েছে তার দেওয়ালে দেওয়ালে এই গানের কথা গুলো ইকো হয়। এবার এই গানকে নিয়েই বিস্ফোরক মন্তব্য করে বসলেন পরিচালিকা সোহিনী দাশগুপ্ত। বাঙালির এই নস্টালজিয়ায় কার্যত আঘাত করে বসেছেন তিনি।
সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে সোহিনী দাশগুপ্ত একটি বিস্ফোরক মন্তব্য করেন। পরিচালিকা বাদেও বুদ্ধদেব দাসগুপ্তর স্ত্রী হিসেবে তিনি জনপ্রিয়। তিনিই হঠাৎ মান্না দে’র গান নিয়ে মন্তব্য করেন। তার মতে, গানটি হেরে যাওয়া মানুষদের নিয়ে তৈরি। পাশাপাশি গানটিকে চূড়ান্ত ন্যাকা, ও বিরক্তিকর বলেও আখ্যায়িত করেন সোহিনী।
আর এতেই আঘাত লাগে বাঙালির ইমোশানে। এই ঘটনা সামনে আসতেই ফুঁসে ওঠেন নেটিজেনরা। তর্কের উপর তর্ক চড়তে থাকে। বিতর্ক ও চলতে থাকে। তবে এর উত্তরে সোহিনীর বক্তব্য তিনি ভারতের মতো গণতান্ত্রিক দেশে কেবলমাত্র বাক্ স্বাধীনতা প্রকাশ করেছেন মাত্র। অনেকে আবার তাকে সমর্থনও করে। কিন্তু সিংহভাগ মানুষই এর বিরোধিতা করে।