• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত‍্যজিৎ রায় পরিচালিত কোনো ছবিই ভালো নয়, বিতর্কিত মন্তব্য ‘গান্ডু’র পরিচালক কিউয়ের

Published on:

Satyajit Ray,Satyajit Ray birth anniversary,Director Q,Kaushik Mukherjee,Gandu Movie Director,সত্যজিৎ রায়,সত্যজিৎ রায় জন্মবার্ষিকী,গান্ডু পরিচালক,কৌশিক মুখার্জী,ডিরেক্টর কিউ,বাংলা ফ্লিম ইন্ডাস্ট্রি

আজও প্রতিটা বাঙালির কাছে সেরা চলচ্চিত্র পরিচালকের তালিকায় সবার ওপরে আসে সত্যজিৎ রায়ের (Satyajit Ray) নাম। টলিউডে অনেক পরিচালক (Director) এসেছেন তবে তাঁর মত বাঙালির হৃদয়ে জায়গা করে নিতে পারেননি কেউই। আজ ২রা মে সেই মহান পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিন। সত্যজিৎ রায় পরিচালিত ছবি আজ বাঙালির কাছে বড্ড প্রিয়। তবে এবার তাঁকে নিয়েই বিস্ফোরক মন্তব্য করে বসলেন পরিচালক কিউ (Director Q) তথা কৌশিক মুখার্জী।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সেরা পরিচালক সত্যজিৎ রায় এই নিয়ে অনেকেই বিরোধ করেছিলেন। তাকে নিয়ে বিতর্কিত মন্তব্যও এই প্রথমবার নয়। এর আগেও অনেকেই সত্যজিৎকে নিয়ে উল্টোপাল্টা কথাবার্তা বলে অশালীন মন্তন্য করে তীব্র সমালোচনার শিকার হয়েছেন অনেকেই। তবে সেসবে ভয় নেই, তাই নিজের মন্তব্যের মধ্যে দিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিলেন পরিচালক কিউ।

Satyajit Ray,Satyajit Ray birth anniversary,Director Q,Kaushik Mukherjee,Gandu Movie Director,সত্যজিৎ রায়,সত্যজিৎ রায় জন্মবার্ষিকী,গান্ডু পরিচালক,কৌশিক মুখার্জী,ডিরেক্টর কিউ,বাংলা ফ্লিম ইন্ডাস্ট্রি

সম্পত্তি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘টিপিক্যাল বাঙালির মত আবেগ আঁকড়ে ধরে বেঁচে থাকেন না তিনি। এর জন্যই তাকে গালাগাল খেতে হয়। সত্যজিৎ রায়কে নিয়ে আগেও বিতর্কিত মন্তব্য  করেছিলেন। কিন্তু সেই তাঁরই চরিত্রে আবার অভিনয় করেতে দেখা গিয়েছে কিউকে।

‘অভিযান’ ছবিতে সত্যজিৎ এর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। চরিত্র পাওয়ার পর বেশ রিসার্চ করে তবেই কাজে নেমেছিলেন। নাহলে আবেগের ঠেলায় ভয় পেলে কাজটা হাত না। সত্যজিৎ রায়কে নাকি একটা চরিত্র হিসাবেই দেখেছিলেন, এমনটাই দাবি করেন তিনি।

Director Q Kaushik Mukherjee

বর্তমানে সত্যজিৎ রায়ের ১০১ তম জন্মবার্ষিকী নিয়ে আয়োজনকে একেবারেই ভালো চোখে দেখেন না তিনি। তাঁর মতে, জীবিত অবস্থায় কেউ সত্যজিৎ রায়ের ছবি দেখতে না। মারা যাওয়ার পর তাঁর কাজ সীকৃতি পেয়েছে। পরিচালকের মতে, বাংলা ছবির জন্য সবথেকে বড় সমস্যা এই সত্যজিৎ রায় আর তাকে নিয়ে বাঙালিদের অনুভূতি।

তাঁর মতে, সত্যজিৎ রায়ের কোনো ছবিই পছন্দের নয়। কারণ তিনি একেবারেই ক্লাসিক ছবির ভক্ত নন। সেই কারণে যতই নাম থাকুক না কেন সত্যজিৎ পরিচালিত কোনো ছবিই মনে ধরেনি তাঁর। এছাড়াও তিনি যুক্তি দেখিয়ে বলেন, জাপান আমেরিকার মত উন্নত দেশে অনেক নতুন পরিচালকেরা উঠে এসেছে। তাঁরা বাঙালিদের মত একজনকে ঈশ্বরের স্থানে বসিয়ে রাখার ভুল করেনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥