• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বামীর প্রাণ বাঁচাতে করেছিলেন মানত! সুস্থ হতেই তিরুপতির মন্দিরে মাথার সমস্ত চুল দান করলেন অভিনেত্রী

দীপ্তি ধ্যানী,সুরজ,চুল,তিরুপতি বালাজি,dipti Dhyani,tirupati balaji,icu,hair

কথায় বলে পতির মঙ্গলেই, সতীর মঙ্গল। তাই জন্যই তো বিভিন্ন ধর্মেই স্বামীর মঙ্গলকামনায় উপোস, নানা রকম ব্রত রাখেন পত্নীরা৷ কিন্তু এবার স্বামীর প্রাণ বাঁচাতে কঠিন এক মানতই রেখে বসেছিলেন তার স্ত্রী।অসুস্থ স্বামীর প্রাণ ভিক্ষা করতে তিরুপতি বালাজির মন্দিরে অভিনেত্রী দীপ্তি ধ‍্যানী (Dipti Dhyani) মানত। করেছিলেন স্বামী সুস্থ হলেই নিজের সব চুল তিনি দান করবেন৷ স্বামী সুস্থ হয়ে ফিরতেই সেই প্রতিজ্ঞা রাখলেন দীপ্তি।

মাথা সম্পূর্ণ ন্যাড়া করে সোশ্যাল মিডিয়ায় ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। যা এই মুহুর্তে রীতিমতো ভাইরাল৷ আসলে গত বছর করোনায় আক্রান্ত হয়ে বেশ গুরুতর অবস্থা হয়ে গিয়েছিল অভিনেত্রীর স্বামীর৷ তার অবস্থা এতটাই খারাপ ছিল যে ICU তেও ভর্তি করাতে হয়েছিল তার স্বামীকে। স্বামীকে মৃত্যু মুখে দেখে নিজেই তিনি মনে মনে এই কঠিন মানত করেছিলেন৷

দীপ্তি ধ্যানী,সুরজ,চুল,তিরুপতি বালাজি,dipti Dhyani,tirupati balaji,icu,hair

তিনি বলেছিলেন এ যাত্রায় যদি স্বামীকে তিনি ফিরে পান তবে তিনি চুল দান করবেন। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন দীপ্তির স্বামী সুরজ। সেই সংকটজনক অবস্থা থেকে ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন সুরজ। আর এখন তো তিনি সম্পূর্ণ সুস্থ। এরপরেই কথা মত নিজের এক ঢাল ঘন কালো চুল মুড়িয়ে এক গুচ্ছ ছবি শেয়ার করেন তিনি। নেটিজেনরা তার প্রশংসায় পঞ্চমুখ।

দীপ্তি ধ্যানী,সুরজ,চুল,তিরুপতি বালাজি,dipti Dhyani,tirupati balaji,icu,hair

দীপ্তি লিখেছেন, বালাজির কাছে মানত করেছিলেন। করোনার সময়ে স্বামীর প্রাণ ভিক্ষা চেয়েছিলেন। তাই এখন সুরজ সুস্থ হতে চুল দান করে দিয়েছেন দীপ্তি। দীপ্তির স্বামী নিজেকে খুবই ভাগ্যবান একজন মনে করেন, কারণ তিনি যখন অসুস্থ ছিলেন তখন নাকি তার স্ত্রী সারাক্ষণ গিয়ে মন্দিরেই পড়ে থাকতেন। একজন অভিনেত্রীর কাছে চুল কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখেনা, কিন্তু স্বামীকে ভালোবেসে তারও তোয়াক্কা করেননি দীপ্তি৷

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥