• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আগে স্বামী তারপর অন্যকেউ! রণবীরকে চুমু না খাওয়া অবধি পরপুরুষের কাছে যাননা দীপিকা পাড়ুকোন

Published on:

বলিউডের (Bollywood) সেলেব দম্পতি রণবীর সিং (Ranveer Singh) ও দীপিকা পাডুকোন (Deepika Padukone)। অনেকে এই জুটিকে পাওয়ার কাপলও বলেন, তবে আসলে রণবীর হলেন একজন পারফেক্ট হাসবেন্ড। কারণ স্ত্রী দীপিকার বেশ খেয়াল রাখেন তিনি, অবশ্য দীপিকাও বেশ কেয়ারিং রণবীরের জন্য।

কিছুদিন আগে এনসিবি বলিউড সেলিব্রিটিদের জেরার জন্য ডাকতে থাকে, তখন দীপিকারও ডাক আসে। স্ত্রী দীপিকা এমনিতেই অবসাদ গ্রস্ত, মাঝে মধ্যেই আসে প্যানিক অ্যাটাক। তাই স্ত্রীর সাথে জেরায় উপস্থিত থাকার অনুমতি চেয়েছিলেন, যদিও অনুমতি পাননি। তবে জেরা চলা কালীন উদগ্রীব হয়ে বাইরে পায়চারি করছিলেন রণবীর।

লকডাউনে দীপিকা একটি পোস্ট করেছিলেন যেখানে তিনি বলেছিলেন স্বামী রণবীরের সাথে গৃহবন্দী থাকতে কোনো আপত্তি নেই তাঁর। এবার তাদের মধ্যেকার প্রেমের আরো এক নিদর্শন সামনে এল এক ভাইরাল ভিডিওর মাধ্যমে। বর্তমানে দীপিকা ড্র্যাগ কেসের থেকে মুক্ত। নতুন ছবির জন্য শুটিংয়ের কাজে ব্যস্ত তিনি। শুটিংয়ের জন্য বর্তমানে মুম্বাই এর তাজমহল প্যালেসে আছেন অভিনেত্রী ও রণবীর। সেখান থেকে শুটিংয়ে যাবার আগে দীপিকাকে গাড়িতে ছাড়তে এলেন রণবীর। যাবার আগে দীপিকা চুমু খেলেন রণবীরকে।

 

View this post on Instagram

 

A post shared by Voompla (@voompla)

দীপিকার রণবীরকে চুম্বনের এই দৃশ্য ভাইরাল হয়ে পরে মুহূর্তের মধ্যেই। তার সাথে ভাইরাল হয়ে পরে রণবীরের ড্রেস। আসলে রণবীরের পরনে ছিল একটি ট্রাউজার যাতে পিঙ্ক কালারের ডাক কাটা ছিল। সাথে ছিল চোখে সানগ্লাস।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥