• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘অভিনয়ের থেকে নাচটাই ভালো করেন’! কোমড়ে আঁচল গুঁজে কাঁচা বাদাম নেচে ভাইরাল খুকুমণি

Published on:

khukumoni home delivery,dipanwita rakshit,kancha badam,reel viral,viral video

শুরু থেকেই TRP লিস্টে বেশ ভালো ফলাফল করে ষ্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় সিরিয়াল হয়ে উঠেছে খুকুমণি হোম ডেলিভারি (Khukumoni Home Delivery)। খুব অল্প দিনেই দর্শকদের মন জিতে নিতে পেরেছে এই সিরিয়ালটি। শুরুতেই খুকুমণির ‘পেঁপে দিয়ে চেপে’ ডায়লগ রীতিমত ভাইরাল হয়ে পড়েছিল সর্বত্র। এরপর কাহিনী এগিয়ে বিহানের সাথে বিয়েটাও হয়ে গিয়েছে খুকুমণির।

সিরিয়ালে খুকুমণির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit)। সিরিয়ালে অভিনয়ের দৌলতে নেটপাড়ায় বেশ জনপ্রিয় হয়েছেন দীপান্বিতা। সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় অভিনেত্রী। ইতিমধ্যেই লক্ষাধিক ফলোয়ার হয়ে গিয়েছে ইনস্টাগ্রামে। সেখানে প্রতিনিয়ত ছবি ভিডিও শেয়ার করে নেন তিনি। বিশেষত ইন্সটা রিল ভিডিও বেশ ভাইরাল হয়ে পরে নেটপাড়ায়।

khukumoni home delivery,dipanwita rakshit,kancha badam,reel viral,viral video

অন্যদিকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন অথচ ‘কাঁচা বাদাম’ গান শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া একপ্রকার অসম্ভব। ভাইরাল হওয়ার পর থেকেই নেটপাড়ায় ট্রেন্ডিংয়ে রয়েছে এই গান। ফেসবুক ইউটিউব থেকে সর্বত্রই বাজছে কাঁচা বাদাম গান। ইতিমধ্যেই এই গানের একাধিক রিমেক তৈরি হয়ে গিয়েছে।

khukumoni home delivery,dipanwita rakshit,kancha badam,reel viral,viral video

এছাড়াও ফেসবুক ইন্সটাগ্রাম খুললেই এই গানের একাধিক রিল ভিডিও সামনে আসে। শুধু তাই নয় সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরা পর্যন্ত এই গানে রিল ভিডিও বানিয়ে শেয়ার করেছেন। ইতিমধ্যেই এই গানের সুরে ইংরেজি, হিন্দিতেও রিমেক তৈরি হয়েছে।

khukumoni home delivery,dipanwita rakshit,kancha badam,reel viral,viral video

এবার এই ট্রেন্ডেই গা ভাসালেন সকলের প্রিয় খুকুমণি ওরফে দীপান্বিতা। ভাইরাল গানের ট্রেন্ডি স্টেপে কোমড় দোলালেন অভিনেত্রী৷ অনেকেই হয়ত জানেন অভিনয় জগতে আসার আগে তিনি একজন নৃত্য শিল্পীই ছিলেন। এই নাচেও তার স্টেপ, এক্সপ্রেশন সব দেখেই তা বোঝাও যাচ্ছে। এদিন শ্যুটিং এর ফাঁকে হলুদ শাড়ি, আর লাল ব্লাউজ পরে কাঁচা বাদাম নেচে অনুরাগীদের মন ভালো করেছেন খুকুমণি।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥