• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

”কোকাকোলা পিলা দে” গানে নাচল সেদিনের সেই ছোট্ট পান্তা ভাতে কুন্ডু! ভাইরাল ‘যুবতী’ দিপান্বিতার ভিডিও

বাংলার জনপ্রিয় ডান্স রিয়ালিটি শো (Dance Reality Show) ডান্স বাংলা ডান্স । কিছু বছর আগে জনপ্রিয় শুধুমাত্র কচিকাঁচাদের নিয়ে ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র (Dance Bangla Dance Junior)’ হয়। যা বিশাল জনপ্রিয়তা লাভ করেছিল বাঙালিদের মধ্যে। ছোট ছোট খুদেদের নাচ দেখতে মিস করতেন না কোনো বাঙালিই। সেই শোতেই এক মিষ্টি ছোট্ট মেয়েকে দেখা গিয়েছিল নাচতে। শো এর জাজ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ছোট্ট দীপান্বিতাকে ভালোবেসে নাম দিয়েছিলেন পান্তা ভাতে কুন্ডু। এর পর থেকেই পান্তা ভাতে কুন্ডু নামেই পরিচিত হয়ে পরে ছোট্ট মেয়েটি।

আজ অনেক বছর কেটে গিয়েছে এই ঘটনার পর। আজ মানুষের মনে রয়েছে পান্তা ভাতে কুন্ডু। তবে, এখন সে অনেক বড় হয়ে গিয়েছে। দীপান্বিতার নিজস্ব একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। সেখানে নানা ধরণের ভিডিও আপলোড করে দীপান্বিতা।

   

দীপান্বিতা কুন্ডু,পান্তা ভাতে কুন্ডু,মিঠুন চক্রবর্তী,ডান্স বাংলা ডান্স,Dipanwita kundu,panta bhate kundu,Mithun Chakraborty

এই চ্যানেলেই সম্প্রতি এক্কেবারে হটকে একটা গানে নেচে ভিডিও আপলোড করেছেন দ্বীপান্বতা। জালিমা কোকাকোলা এই গানের সঙ্গে দুর্দান্ত নেচেছেন পান্তা ভাতে কুন্ডু৷ এই পোশাকেই তিনি নেচেছেন ‘জালিমা কোকাকোলা পিলা দে’। এবার ভাইরাল সেই গানেই নৃত্য পরিবেশ করল পান্তা ভাতে কুন্ডু তথা দীপান্বিতা।

দীপান্বিতা কুন্ডু,পান্তা ভাতে কুন্ডু,মিঠুন চক্রবর্তী,ডান্স বাংলা ডান্স,Dipanwita kundu,panta bhate kundu,Mithun Chakraborty

তার পরনে বটল গ্রীণ রঙের একটি ঘাঘরা এবং ডিপ নীল রঙের একটি টিপ। দেখতে দেখতে ভিডিওটি দর্শকের সংখ্যা পেরিয়েছে ১ লক্ষেরও বেশি। নাচ দেখে মুগ্ধ হয়েছেন দর্শকেরা। প্রসঙ্গত, এর আগে রান্না করে তাক লাগিয়ে দিয়েছিল দীপান্বিতা। বাড়িতেই চিকেন রান্নার ভিডিও তৈরী করে শেয়ার করেছিল সে। ছোট্ট হাতের রান্না দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন নেটিজেনরা।