বলিউড (Bollywood) জগতের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার (Dilip Kumar)। গত রবিবার সকালে নিঃশ্বাসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা। এই খবর প্রকাশ্যে আসতেই চিন্তায় পরে গিয়েছিলেন অভিনেতার অনুরাগীরা। অনেকেই অভিনেতার দ্রুত সুস্থতার কামনা করেছিলেন। জানা গিয়েছিল যে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
অভিনেতার হাসপাতালে ভর্তি হবার পরেই নানান গুজব ছড়িয়ে পড়তে থাকে সোশ্যাল মিডিয়াতে। এমনকি সামাজিক মাধ্যম টুইটারে দিলীপ কুমারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে থাকে। কিন্তু এসবই মিথ্যা গুজব মাত্র। সম্প্রতি অভিনেতার অফিসিয়াল টুইটার প্রোফাইল থেকে ছবি শেয়ার করা হয়েছে। ছবিতে হাসপাতালে শয্যারত অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে অভিনেতাকে।
https://twitter.com/TheDilipKumar/status/1401889531847135233
হাসপাতালে অভিনেতার পাশেই রয়েছেন স্ত্রী সায়রা বানু। তিনিই ছবি শেয়ার করেছেন। এরপর আরো একটি বার্তা শেয়ার করেছেন তিনি। পোস্টে তিনি লিখেছেন, ‘ বিগত কয়েকদিন ধরে আমার স্বামী ইউসুফ খান অসুস্থ ও মুম্বাইয়ের এক হাসপাতালে ভর্তি রয়েছেন। তার তরফ থেকে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি তার সুস্থতার জন্য প্রার্থনা করার জন্য’।
এরপর তিনি আরো লিখেছেন, ‘আমার স্বামী, আমার কোহিনুর হীরে ও আপনাদের সকলের প্রিয় দিলীপ কুমারের শারীরিক স্থিতি বর্তমানে স্থিতিশীল। ডাক্তারের আশ্বাস দিয়েছেন শিঘ্রীই ছুটিও দিয়ে দেওয়া হবে। আপনাদের কাছে অনুরোধ ভুয়ো খবর বা গুজবে কান দেবেন না। এর পাশাপাশি আপনাদের কাছে ওনার সুস্থতার জন্য প্রার্থনার অনুরোধ করব। আমি প্রার্থনা করি যাতে আপনারা সকলেই সুস্থ থাকেন মহামারিকালে। ইতি সায়রা বানু খান’।
https://twitter.com/TheDilipKumar/status/1401882787293003776
অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই বার্তা পেয়ে স্বস্থির নিঃশ্বাস ফেলেছেন অভিনেতার অনুরাগীরা। বহু শুভাকাঙ্খী অনুরাগীরা পোস্টে অভিনেতার দ্রুত আরোগ্য ও সুস্থতার কামনা করেছেন। হাসপাতাল সূত্রে যেমনটা জানা যাচ্ছে অভিনেতার ফুসফুসে জল জমেছিল যে কারণে শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। তবে বর্তমানে তিনি সুস্থ্য আছেন অনেকটাই।
প্রসঙ্গত, বর্তমানে ৯৮ বছর বয়স দিলীপ কুমারের। এর আগেও দীর্ঘদিন বার্ধক্য জনিত কারণে হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। তাছাড়া করোনা মহামারীকালে একেবারেই আইসোলেশনে রয়েছেন তিনি। তবে অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে রাজি নয় পরিবার তাই নিঃশ্বাসের সমস্যা হওয়া মাত্রই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল তাকে।