• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘বুরা লাগতা হ্যায়’ বলেই জিতেছিল সবার মন, অকালেই প্রয়াত ভাইরাল ইউটিউবার

Published on:

Dil Se Bura Lagta Hai fame YouTuber Devraj Patel passed away in a road accident

সোশ্যাল মিডিয়ার এই যুগে ইউটিউবার (YouTuber), সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের জনপ্রিয়তা বলিউড তারকাদের থেকে কোনও অংশে কম নয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বি টাউনের সেলেবদেরও পিছনে ফেলে দিয়েছেন তাঁরা। সম্প্রতি এমনই এক জনপ্রিয় ইউটিউবার মৃত্যুর (YouTuber Death) কোলে ঢলে পড়লেন। কৌতুক ভিডিওর মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া সেই ইউটিউবারের মৃত্যুর (Death) খবরে শোকের ছায়া নেমে এসেছে অনুরাগীদের মধ্যে।

সোশ্যাল মিডিয়ার হাত ধরে রাতারাতি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন ছত্তীসগড়ের কৌতুকশিল্পী দেবরাজ পাটেল (Devraj Patel)। সোমবার এক ভয়াবহ বাইক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২১ বছর। ‘দিল সে বুরা লাগতা হ্যায়’ (Dil Se Bura Lagta Hai) মিমের স্রষ্টার অকালমৃত্যুর খবর পেয়ে মন ভেঙে গিয়েছে একাধিক নেটিজেনের।

YouTuber Devraj Patel, Devraj Patel death, Devraj Patel passed away

জানা গিয়েছে, গতকাল একটি শ্যুটিং সেরে আর একটি শ্যুটিং করতে যাচ্ছিলেন দেবরাজ। বাইকে করে রায়পুর যাচ্ছিলেন তিনি। সেই সময়ই একটি ট্রাকের ধাক্কায় প্রয়াত হন তিনি। মাত্র ২১ বছর বয়সী এই শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুর ৩:৩০ নাগাদ দুর্ঘটনার (Road Accident) কবলে পড়েন দেবরাজ। নবরায়পুরে একটি শ্যুটিং সম্পূর্ণ করে রায়পুর যাচ্ছিলেন তিনি। বাইক চালাচ্ছিলেন রাকেশ মনোহর নামের এক ব্যক্তি, পিছনে বসেছিলেন দেবরাজ। লবণডিহ এলাকায় একই দিকে যাওয়া একটি ট্রাকের সঙ্গে দেবরাজের বাইকের ধাক্কা লাগে।

Devraj Patel and Bhuvan Bam, Devraj Patel death, Devraj Patel passed away, YouTuber Devraj Patel

দেবরাজ বাইক থেকে ছিটকে পড়ে যান এবং ট্রাকের পিছনের চাকায় তিনি পিষে যান। মাথায় এবং শরীরের নানান অংশে গুরুতর আঘাত লাগে তাঁর। যদিও বাইক চালক রাকেশের কোনও আঘাত লাগেনি। তিনি সঙ্গে সঙ্গে ফোন করে অ্যাম্বুলেন্স ডাকেন। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে দেবরাজকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে। ট্রাক এবং ট্রাক চালককেও আটক করা হয়েছে।

২০২০ সালে করোনাকালে দেবরাজের ‘দিল সে বুরা লাগতা হ্যায়’ ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছিল। এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে। এখন ইউটিউবে ৪ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে দেবরাজের। ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যাও তাকলাগানো। ২০২১ সালে জনপ্রিয় ইউটিবার ভুবন বামের ছবি ‘ঢিন্ডোরা’তেও অভিনয় করেছিলেন তিনি। দেবরাজের মৃত্যুর খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন ‘বিবি কি ভাইনস’র স্রষ্টা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥