• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বপ্নপূরণ হল লক্ষী কাকিমার! Didi No 1 জিতে বাড়ি ফিরলেন সাধের প্রেসার কুকার নিয়ে 

Published on:

লক্ষী কাকিমা,Lokhi Kakima,দিদি নাম্বার ওয়ান,Didi no 1,প্রেসার কুকার,Pressure Cooker,উইনার,Winner

জি বাংলার অন্যতম জনপ্রিয় একটি রিয়েলিটি শো হল দিদি নাম্বার ওয়ান (Didi no 1)। রবিবার ১০ জুলাই  সানডে ধামাকা দিদি নাম্বার ওয়ান মঞ্চছিল জমজমাট। এই দিন পর্দার লক্ষি কাকিমা সপরিবারে হাজির হয়েছিলেন জি বাংলার দিদি নাম্বার ওয়ানের মঞ্চে। আসলে সবটাই ছিল স্ক্রিপ্টেড। প্রসঙ্গত লক্ষি কাকিমা সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন  কিছুদিন আগেই লক্ষ্মী কাকিমা এবং দেবুদা বাড়িছাড়া হয়েছেন।

যদিও সবটাই ষড়যন্ত্র।তাই এখন দেবু দা হাঁস আর দুলালকে নিয়ে পাড়ারই এক ভাড়া বাড়িতে উঠেছেন লক্ষি।এখন সেই ভাঙাচোরা বাড়িতেই লক্ষি কাকিমার নতুন সংসার। কিন্তু হলে কি হবে সেখানে রোজকার ঘর সংসারের অনেক প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার বাসনপত্র নেই। এমনকি সামান্য একটা প্রেসার  কুকার পর্যন্ত নেই এখন লক্ষ্মী কাকিমার বাড়িতে।

লক্ষী কাকিমা,Lokhi Kakima,দিদি নাম্বার ওয়ান,Didi no 1,প্রেসার কুকার,Pressure Cooker,উইনার,Winner

তাই একদিন টিভিতে দিদি নাম্বার ওয়ানে এক প্রতিযোগীকে প্রেসার কুকার পড়তে দেখে লক্ষি কাকিমাও ইচ্ছা হয় তিনিও যাবেন দিদি নাম্বার ওয়ানে। শুধুমাত্র প্রেসার কুকার পাওয়ার জন্য এই শোয়ে অংশগ্রহণ করবেন বলে ঠিক করে নিয়েছিলেন লক্ষ্মী। সেই থেকেই দিদি নাম্বার ওয়ান এবং লক্ষ্মী কাকিমার মেলবন্ধন দেখার অপেক্ষার মুখিয়ে ছিলেন বাংলার মানুষ।

লক্ষী কাকিমা,Lokhi Kakima,দিদি নাম্বার ওয়ান,Didi no 1,প্রেসার কুকার,Pressure Cooker,উইনার,Winner

অবশেষে রবিবার দিদি নাম্বার ওয়ান-এর মঞ্চে ফুল ও এনার্জি নিয়ে সপরিবারে হাজির হয়েছিলেন লক্ষ্মী কাকিমা। এই পর্বে বিনুনীর সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর খেলার ড্র হলেও শেষ পর্যন্ত সাধের পেশার কুকার নিয়ে দিদি নাম্বার ওয়ান-এর উইনারের ট্রফি নিয়ে হাসিমুখে বাড়ি ফিরেছেন লক্ষি কাকিমা।

লক্ষী কাকিমা,Lokhi Kakima,দিদি নাম্বার ওয়ান,Didi no 1,প্রেসার কুকার,Pressure Cooker,উইনার,Winner

চাল ডাল মসলা রান্নার চিমনি সহ আরো অনেক উপহার নিয়ে ট্রাক ভর্তি করে বাড়ি ফেরেন লক্ষী কাকিমা। গতকালই টিভিতে সম্প্রচার হয়েছে সেই পর্ব। এরই মধ্যে দিদি নাম্বার ওয়ান থেকে ট্রাক ভরতে জিনিসপত্র নিয়ে বাড়ি ফেরার ছবি সোশ্যাল মিডিয়ার শেয়ার করে নিয়েছিলেন লক্ষ্মী কাকিমা অভিনেত্রী অপরাজিতা আঢ্য নিজে। সেই ছবি ভাইরাল হয়েছে নিমেষে। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন লক্ষ্মী কাকিমা উইনার দিদি নাম্বার ওয়ান।  সেই ছবির কমেন্ট সেকশনে সবাই শুভেচ্ছা জানিয়েছেন তাকে। পাশাপাশি একজন রসিকতা লিখেছেন ‘নতুন কুকারটায় রান্না কবে হবে কাকিমা?’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥