• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভালো গায়ক হলেও খুব খিটখিটে, রচনার কাছে ক্ষোভ প্রকাশ ‘সারেগামাপা’ বিজেতা পদ্মপলাশের স্ত্রীর!

Published on:

Didi No. 1 Sunday Dhamaka episode with SaReGaMaPa winner Padma Palash Halder and his wife Runu Halder

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় দু’টি রিয়্যালিটি শো হল ‘সারেগামাপা’ (Sa Re Ga Ma Pa) এবং ‘দিদি নম্বর ১’ (Didi No. 1)। আর যদি এই দুই শোয়ের মেলবন্ধন হয় তাহলে তো আর কোনও কথাই নেই! সম্প্রতি এমন দুর্লভ মুহূর্তেরই সাক্ষী থেকেছেন দর্শকরা। যখন রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee) শোয়ে প্রতিযোগী হিসেবে উপস্থিত ছিলেন ‘সারেগামাপা ২০২৩’এর ফাইনালিস্টেরা। স্ত্রীয়ের সঙ্গে গিয়েছিলেন বিজেতা পদ্মপলাশ হালদারও (Padma Palash Halder)।

সম্প্রতি জি বাংলার ফেসবুক (Facebook) পেজ থেকে ‘দিদি নম্বর ১’এর সংশ্লিষ্ট পর্বের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ‘সারেগামাপা’ চ্যাম্পিয়ন পদ্মপলাশের বিরুদ্ধে ‘ক্ষোভ’ উগড়ে দিচ্ছেন তাঁর স্ত্রী রুনু (Runu Halder)। শুধু তাই নয়, স্বামীর একাধিক স্বভাব নিয়েও মুখ খোলেন তিনি। মুহূর্তের মধ্যে নেটপাড়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।

Padma Palash Halder, Padma Palash Halder wife

সকলের সামনেই পদ্মপলাশের স্ত্রী রুনু বলেন, তাঁর স্বামী নাকি প্রচণ্ড খিটখিটে স্বভাবের মানুষ। তিনি যদি কোনও খাবার রান্না করেন তাহলে ভালো বলা তো দূরে থাক, বরং সেই খাবারের মধ্যে খুঁত খুঁজতে শুরু করে দেন গায়ক। স্ত্রীয়ের ‘অভিযোগ’ শোনার পর অবশ্য চুপ করে থাকেননি পদ্মপলাশ। নিজের স্বপক্ষে মুখ খোলেন তিনিও।

‘সারেগামাপা’ চ্যাম্পিয়নের কথায়, তাঁর স্ত্রী রুনি নাকি একবার কাতলা ভাপা রান্না করেছিলেন। বৌয়ের হাতে সেই রান্না খাওয়ার পর থেকে নাকি কাতলা ভাপার ওপর থেকে ভক্তিই উঠে গিয়েছে তাঁর! এভাবেই নিজেদের বৈবাহিক জীবনের একাধিক মজার গল্প সকলের সঙ্গে ভাগ করে নেন পদ্মপলাশ এবং রুনু।

Padma Palash Halder in Didi No. 1

জি বাংলায় সম্প্রচারিত ‘সারেগামাপা’র সাম্প্রতিক সিজনের বিজেতা হয়েছেন পদ্মপলাশ। যদিও তিনি একা নন, বিজয়ী খেতাব জিতেছেন অস্মিতা করঅ।এই বছর যুগ্ম বিজয়ী পেয়েছে ‘সারেগামাপা’। যদিও তা নিয়ে কম বিতর্ক হয়নি। অনেকেই পদ্মপলাশের খেতাব জয় নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন।

দর্শকদের একাংশের মতে, পদ্মপলাশ নয়, বরং বিজয়ী হওয়া উচিত ছিল অ্যালবার্ট কাবোর। সেই সঙ্গেই চ্যানেলের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছিলেন অনেকে। কেউ কেউ এও বলেছিলেন, পণ্ডিত অজয় চক্রবর্তীর ছাত্র বলেই পদ্মপলাশকে জেতানো হয়েছিল। ‘সারেগামাপা’ শেষ হওয়ার পর বেশ অনেকটা সময় কেটে গেলেও এই বিতর্ক কিন্তু এখনও কমেনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥