• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘দিদি নম্বর ১’র চাকরি গেছে! ‘খানিক দুঃখ রয়েছে’, কাতারে গিয়ে আক্ষেপের সুর রচনার গলায়

Published on:

Rachana Banerjee talks about Didi No 1 ending rumours while travelling in quatar

আট থেকে আশি, বাংলার প্রত্যেক মানুষের কাছেই টলিউডের নামী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) এখন পরিচিত ‘দিদি নম্বর ১’ (Didi No. 1)  হিসেবে। জি বাংলায় সম্প্রচারিত এই শোয়ের হাত ধরেই দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছেন তিনি। তবে গত বেশ কয়েকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে, শীঘ্রই শেষ হতে চলেছে ‘দিদি নম্বর ১’। নতুন বছর শুরু হওয়ার আগেই হয়তো হয়ে যাবে শেষ সম্প্রচার।

‘দিদি নম্বর ১’ বন্ধ হয়ে যাওয়ার খবরে স্বাভাবিকভাবেই দর্শকদের বেশ মন খারাপ। তবে সঞ্চালিকা রচনা কিন্তু বেশ খোশমেজাজেই রয়েছেন। অভিনেত্রী যদি সত্যি সত্যিই চাকরি খুইয়েও থাকেন, তাহলেও সেই বিষয়ে তিনি যে বিশেষ কষ্ট পাননি তা বোঝাই যাচ্ছে।

Rachana Banerjee in Qatar

বাংলার এই নামী অভিনেত্রী এখন ছেলের সঙ্গে কাতারে (Qatar) রয়েছেন। সেখানে স্টেডিয়ামে বসে বিশ্বকাপের চাক্ষুষ মজা উপভোগ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বহু ছবি, ভিডিও শেয়ার করেছেন বাংলার ‘দিদি নম্বর ১’।

বিশ্বকাপের খেলা দেখতে গিয়ে ছেলের সঙ্গে বেশ চুটিয়ে মজা করছেন রচনা। সম্প্রতি একটি বিলাসবহুল ক্রুজ থেকে লাইভে এসেছিলেন অভিনেত্রী। অনুরাগীদের ক্রুজটি ঘুরিয়ে দেখান। সেই সঙ্গেই ছেলে কীভাবে ক্রুজের মধ্যে উপভোগ করছে সেটিও দেখান অভিনেত্রী।

Rachana Banerjee in Qatar

রচনা কাতার যাওয়ার পর তাঁর সঙ্গে আনন্দবাজারের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল। অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল, কেমন আনন্দ করছেন তিনি? জবাবে ‘দিদি নম্বর ১’ সঞ্চালিকা বলেন, ‘দারুণ লাগছে। এখানে আবহাওয়া খুব সুন্দর। যেমন খুব ঠাণ্ডা লাগছে, তেমনই আবার ঝলমনে রোদও রয়েছে’। টলি সুন্দরী জানান, সকালে প্রচণ্ড রোদ থাকবে আর বিকেল ৫টার পরেই প্রচণ্ড ঠাণ্ডা পরে যাচ্ছে।

কাতারে খেলা দেখলেও রচনার গলায় কিন্তু আক্ষেপের সুরও শোনা গিয়েছিল। সকলেই জানেন, এটি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। তাই অভিনেত্রী এবং তাঁর ছেলে স্টেডিয়ামে বসে এই দুই কিংবদন্তির লড়াই দেখতে চেয়েছিলেন। কিন্তু তা আর হয়নি। অভিনেত্রী জানান, ‘এখন মেসির জন্য আমি খেলা দেখব। ওনার জন্য গলা ফাটাব’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥