• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সঞ্চালনা থেকে শাড়ি বিক্রি, দুদিক সামলে শুরু আরেক নতুন ব্যবসা! সুখবর দিলেন ‘দিদি নং ১’ রচনা

Published on:

Didi No 1 Rachana Banerjee expanding busines after sucessful Saree Business

বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির (Tollywood) অত্যন্ত পরিচিত মুখ হলেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। নিজের তুখোড় অভিনয়ের মাধ্যমে বঙ্গের প্রায় প্রত্যেক সিনেপ্রেমী মানুষের মন জয় করে নিয়েছেন তিনি। এখন আবার জি বাংলার ‘দিদি নম্বর ওয়ান’ (Didi No 1) সঞ্চালনা করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী। এবার সেই রচনাই নিজের কেরিয়ারের নতুন ইনিংস শুরু করতে চলেছেন।

গত বেশ কয়েক বছর ধরে বাংলা বিনোদন ইন্ডাস্ট্রিতে একটি নতুন ধারা পরিলক্ষিত হচ্ছে। বহু অভিনেতা-অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ধরণের ব্যবসা (Business) শুরু করছেন। কেউ ক্যাফে খুলছেন, কেউ আবার প্রযোজক হিসেবে পথচলা শুরু করছেন। দেব, জিৎ থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্ত- টলিপাড়ার একাধিক সেলেবের নাম রয়েছে সেই তালিকায়।

Rachana Banerjee, Rachana Banerjee business

রচনা অবশ্য প্রযোজনা সংস্থা কিংবা ক্যাফে খোলেননি, বরং বেশ কয়েক বছর আগে শাড়ির ব্যবসা শুরু করেছিলেন। সেই সময় প্রচুর কটাক্ষ শুনতে হয়েছিল অভিনেত্রীকে। তবে নিন্দুকদের কটু কথা শুনে হার মানেনি তিনি। আজ ব্যবসায়ী হিসেবেও প্রচণ্ড সফল তিনি।

শাড়ির ব্যবসায়ী হিসেবে ব্যাপক সাফল্য লাভের পর এবার নিজের ব্যবসার পরিধি বাড়াতে চাইছেন রচনা। শোনা যাচ্ছে, শাড়ির ব্যবসার পাশাপাশি আরও একটি নতুন ব্যবসা শুরু করতে চলেছেন তিনি। ‘দিদি নম্বর ওয়ান’ সঞ্চালিকা এবার নিজের প্রসাধনী সংস্থা খুলতে চলেছেন বলে খবর।

Rachana Banerjee, Rachana Banerjee business

রচনা এখনও এই বিষয়ে প্রকাশ্যে কিছু না বললেও শোনা যাচ্ছে, এই বিষয়ে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। এবার শুরু রচনার ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রী মার্কেটে আসার অপেক্ষা। সম্ভবত চলতি মাসের শেষেই নিজের প্রসাধনী সংস্থা সম্বন্ধে আনুষ্ঠানিক ঘোষণা করবেন টলি সুন্দরী।

একটা সময় অনেকেই রচনাকে কটাক্ষ করে প্রশ্ন তুলেছিলেন, শুধুমাত্র ‘দিদি নম্বর ওয়ান’র সঞ্চালনা করে এত বিলাসবহুল জীবনযাপন তিনি কীভাবে করেন? টলি অভিনেত্রী সেই সময় নিজের মুখ বন্ধ রেখেছিলেন। এই বিষয়েও এখনও কোনও উত্তর আসেনি। তবে জানা যাচ্ছে, নিজের নতুন ব্যবসা নিয়ে প্রচণ্ড উত্তেজিত তিনি। আগামী দিনে ব্যবসায়ী হিসেবে নিজের ব্যবসার পরিসর আরও বাড়ানোর ইচ্ছা আছে রচনার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥