রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) এমন একজন অভিনেত্রী যিনি টলিউডের (Tollywood) পাশাপাশি বলিউড এবং ওড়িয়া ইন্ডাস্ট্রিতেও চুটিয়ে কাজ করেছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং সিদ্ধান্ত মোহান্তির (Siddhant Mohanti) সঙ্গে অভিনেত্রীর জুটি দারুণ পছন্দ ছিল দর্শকদের। তবে শুধুমাত্র বড়পর্দাতেই নয়, ছোটপর্দাতেও দারুণ সফল রচনা। আজ প্রায় সকল বঙ্গবাসীর কাছে তাঁর পরিচিতি ‘দিদি নম্বর ১’ (Didi No 1) হিসেবে।
রচনার কেরিয়ার শুরু হয়েছিল টলিউড ছবির হাত ধরে। ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে অভিনেত্রীর নাম ছিল ঝুমঝুম বন্দ্যোপাধ্যায়। তবে অভিনয় দুনিয়ায় পা রাখার পর নামী পরিচালক সুখেন দাস তাঁর নাম পরিবর্তন করে রাখেন রচনা। এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে। প্রসেনজিৎ থেকে শুরু করে অমিতাভ বচ্চন- একাধিক সুপারস্টারের সঙ্গে কাজ করেছেন তিনি।
তবে শুধুমাত্র অভিনেত্রী হিসেবেই নয়, সঞ্চালিকা হিসেবে দারুণ সফল রচনা। বছরের পর বছর ধরে অত্যন্ত সাফল্যের সঙ্গে ‘দিদি নম্বর ১’ সঞ্চালনা করে আসছেন তিনি। সম্প্রতি সেই রচনার ছেলেবেলার ছবিই (Childhood Picture) সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে।
বাংলার ‘দিদি নম্বর ১’ ছেলেবেলায় কেমন দেখতে ছিলেন তা জানার আগ্রহ অনেকেরই ছিল। সম্প্রতি তাঁদের সেই সাধ মিটেছে। রচনা খুব কম বয়সে টলিউডে পা রেখেছিলেন। অল্প বয়সে তাঁকে দেখতে আরও অনেক বেশি সুন্দরী ছিল। রচনার আগের সিনেমাগুলিতেই তা দেখেছেন দর্শকরা। তবে সম্প্রতি নেটপাড়ায় অভিনেত্রীর যে ছবি (Rachana Banerjee Childhood Picture) ভাইরাল হয়েছে তা আরও পুরনো।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ছবিতে মা-বাবার সঙ্গে কিশোরী রচনাকে দেখতে পাওয়া যাচ্ছে। বয়কাট চুল, পরনে ফ্রক- ঠোঁটের কোণায় লেগে স্মিত হাসি। ছোট থেকেই ‘দিদি নম্বর ১’ সঞ্চালিকা যে ভীষণ সুন্দরী ছিলেন এই ছবিই তার প্রমাণ।
মা-বাবার ভীষণ আদরের মেয়ে ছিলেন রচনা। বিশেষত বাবার খুব কাছের ছিলেন তিনি। অভিনেত্রী বহুবার জানিয়েছেন, বাবা রবীন্দ্রনাথ ব্যানার্জি তাঁকে সবসময় আগলে আগলে রাখতেন। এমনকি মেয়ের কেরিয়ার তৈরির জন্য নিজের চাকরিও ছেড়ে দিয়েছিলেন অভিনেত্রীর বাবা। রচনাও মা-বাবার খেয়াল রাখতে কোনও ত্রুটি করেননি। বাবার মৃত্যুর পর এখন মায়ের দেখভাল করছেন অভিনেত্রী। সেই সঙ্গেই সামলাচ্ছেন ‘দিদি নম্বর ১’র সঞ্চালনা এবং শাড়ির ব্যবসার কাজ।