• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বৌকে ছেড়ে শিমুলের পিছনে ছুটছে ইন্দ্রনীল? রচনার কঠিন প্রশ্নে চমকে দেওয়া প্রতিক্রিয়া পর্দার শতদ্রুর

Published on:

Didi No 1 Rachana Banerjee asks funny question to Kar Kache Koi Moner Kotha Shatadru AKA Indraneil Mullick

রবিবার মানেই ‘দিদি নম্বর ১’এ (Didi No 1) বসবে চাঁদের হাট। প্রায় প্রত্যেক সপ্তাহান্তেই রচনা বন্দ্যপাধ্যায়ের (Rachana Banerjee) শোয়ে অতিথি হিসেবে হাজির হন সেলিব্রিটিরা। এই রবিবারও তার ব্যতিক্রম হবে না। আজ জি বাংলার এই রিয়্যালিটি শোয়ে খেলতে আসছেন ইন্দ্রনীল মল্লিক, সায়ন্তনী মল্লিক সহ বাংলা টেলিভিশনের একাধিক জনপ্রিয় তারকা।

রবিবার সকালে জি বাংলার (Zee Bangla) তরফ থেকে ‘দিদি নম্বর ১’র আজকের পর্বের প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, প্রতিযোগী হিসেবে উপস্থিত হয়েছেন ‘কার কাছে কই মনের কথা’র (Kar Kache Koi Moner Kotha) শতদ্রু তথা ইন্দ্রনীল এবং তাঁর স্ত্রী সায়ন্তনী (Sayantani Mullick)। সেখানেই খেলার ফাঁকে ইন্দ্রনীলকে (Indraneil Mullick) একটি কঠিন প্রশ্ন করেন সঞ্চালিকা রচনা।

Indraneil Mullick and Sayantani Mullick in Didi No 1

এমনিতে ‘দিদি নম্বর ১’র মঞ্চে গল্পের ছলে নিজেদের জীবনের একাধিক অজানা কাহিনী ফাঁস করেন তারকারা। কখনও কখনও আবার রচনা সেই দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। ইন্দ্রনীলের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। অভিনেতাকে কঠিন প্রশ্নে রীতিমতো ক্লিন বোল্ড করে দেন সঞ্চালিকা।

Kar Kache Koi Moner Kotha, Shimul and Shatadru

আজকের পর্বে পর্দার শতদ্রুকে (Shatadru) রচনা সাফ জিজ্ঞেস করেন, সায়ন্তনীর সঙ্গে আছো, নাকি শিমুলের পিছনে বেশি দৌড়চ্ছো ইন্দ্রনীল? সঞ্চালিকার এই প্রশ্ন শুনে হাসিতে ফেটে পড়েন ইন্দ্রনীল এবং তাঁর স্ত্রী দু’জনেই। যদিও অভিনেতা এই প্রশ্নের কী উত্তর দিয়েছেন তা দেখা যায়নি প্রোমোয়। সেটা জানতে হলে চোখ রাখতে হবে আজকের পর্বে।


প্রসঙ্গত, ইন্দ্রনীল এবং তাঁর স্ত্রী সায়ন্তনী দু’জনেই বাংলা টেলিভিশনের পরিচিত মুখ। ইন্দ্রনীলকে এই মুহূর্তে ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে শতদ্রুর চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। নায়িকা শিমুলের প্রাক্তন প্রেমিক সে। এখনও শিমুলের ভালো-মন্দের যথেষ্ট খেয়াল রাখে শতদ্রু। অপরদিকে সায়ন্তনীকে দেখা যাচ্ছে স্টার জলসার টপার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’য়। নায়ক সূর্যর কাকিমার ভূমিকায় অভিনয় করছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥