• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দিদি নং ১এ অম্বরীশ-জোজোর সাথে রচনা-কাঞ্চনের দড়ি টানাটানি, ‘হাতি বনাম মানুষ’ কটাক্ষ নেটিজেনদের

Published on:

Didi No 1 Celebrity Special Episode Rachana Banerjee tug of war between team kanchan vs team jojo

বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো বলতেই সবার প্রথমে আসে দিদি নাম্বার ওয়ানের (Didi No 1) নাম। দর্শকমহলে এই শোয়ের জনপ্রিয়তা নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই। সঞ্চালিকা তথা বাংলার জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়ের (Rachna Banerjee) অনবদ্য সঞ্চালনায় আলাদা মাত্রা পেয়েছে এই অনুষ্ঠান। তাছাড়া মাঝে মধ্যেই পর্দার চেনা সেলিব্রিটিদেরকেও দেখা যায় দিদি নং ১ এর মঞ্চে।

সম্পত্তি দিদি নং ১ এর স্পেশাল পর্বে হাজির হয়েছিলেন এক ঝাঁক তারকারা। অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya), জোজো (Jojo), বিশ্বনাথ বসু, মানসী সিনহা, কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) সহ আরও অনেকেই। এককথায় বলতে গেলে এদিন দিদি নং ১ এর মঞ্চ হয়ে উঠেছিল চাঁদের হাট। কারণ একসাথে এতো তারকাদের হয়তোই বা কখনো দেখা গিয়েছিল। জমজমাটি আড্ডার পাশাপাশি দুর্দান্ত মজার সব খেলাও হয়েছে এদিন।

Team Kanchan vs Team Jojo in Didi No 1

এমনিতেই চ্যানেলের পক্ষ থেকে দিদি নং ১ এর টুকরো মুহূর্তের ভিডিও শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়াতে। সেখানে এমন একটা বিশেষ পর্ব কি আর মিস যায়! সোশ্যাল মিডিয়াতে দিদি নং ১ এর তারকা স্পেশাল পর্বের একটি ছোট্ট টিজার ভিডিও শেয়ার করা হয়েছিল। যেখানে দড়ি টানাটানি খেলতে দেখা যাচ্ছে পছন্দের তারকাদের।

Rachana Banerjee,Didi No 1,Tug of War in Didi No 1,Kanchan Mallick,Jojo,Ambrarish Bhattacharya,দিদি নং ১,রচনা ব্যানার্জী,অম্বরীশ ভট্টাচার্য,কাঞ্চন মল্লিক,বিশ্বনাথ বসু,মানসী সিনহা,Celeb Tug of War

ভিডিওতে দেখা যাচ্ছে, এক দিকে রয়েছে  জোজো, অম্বরীশ ভট্টাচার্য, মানসী সিনহা ও বিশ্বনাথ বসু। আর অন্য দিকে রয়েছে কাঞ্চন মল্লিক, সৌমিলি বিশ্বাস ও সম্রাট মুখোপাধ্যায়। বোঝাই যাচ্ছে একদল একটু বেশিই শক্তিশালী আর অন্যদিকে একটু হলেও কমজোর হয়ে গিয়েছে! তাই শেষমেশ রচনা ব্যানার্জিও যদি দিয়েছেন কাঞ্চনদের টিমে।

তবে শেষ পর্যন্ত জিতেছে টিম জোজোই, সবাইকে সমেত টেনে নিয়েছে তাদের দিকে। এমন একটা দুর্দান্ত খেলার দৃশ্য সাথে দঙ্গল এর ব্যাকগ্রাউন্ড মিউজিক। বোঝাই যাচ্ছে দুর্দান্ত একটা পর্ব উপহার পাচ্ছেন দর্শকেরা। আর এই ছোট্ট টিজার ভিডিওটিও শেয়ার হওয়ার পর বেশ ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। যতই হোক এর আগে এমন দড়িটানাটানি তো আর দেখেননি কেউ!

তবে, জমজমাট পর্বেও জুটেছে কটাক্ষ! হ্যাঁ ইদানিং সমস্ত কিছুতেই যেন বিতর্ক শুরু হচ্ছেই! ভাইরাল এই ভিডিও দেখে দর্শকদের অনেকেই বেশ আনন্দ পেয়েছেন। কিন্তু এমনও কিছু নেটিজেন রয়েছেন যারা ভিডিও দেখে হাসাহাসি করেছেন। এমনকি এক নেটিজেন তো ভিডিও দেখে কমেন্ট করে বসেছেন, ‘একদিকে হাতি অন্যদিকে মানুষ’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥