‘বিগ বস’র ঘরে এন্ট্রি নেওয়ার পর থেকে ট্রেন্ডিংয়ে আছেন অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande)। সলমন খানের শোয়ে প্রবেশের পর থেকে স্বামী ভিকি জৈনের (Vicky Jain) সঙ্গে অভিনেত্রীর মনোমালিন্যের ছবি দেখা যাচ্ছে। যত সময় যাচ্ছে ততই বাড়ছে সেই ঝগড়া। কয়েকদিন আগে স্বামীর থেকে ডিভোর্স চেয়েছিলেন অঙ্কিতা। তবে এবার ভিকি যা করলেন তাতে ছাড়িয়ে গেল সকল মাত্রা।
এমনিতে প্রায় রোজই ভিকি-অঙ্কিতার মধ্যে কিছু না কিছু জিনিস নিয়ে কথা কাটাকাটি হয়। গত পর্বে যদিও তাঁদের মধ্যে কোনও ঝামেলা হচ্ছিল না। বরং সহ প্রতিযোগী অভিষেক কুমারের সঙ্গে খাবার নিয়ে অশান্তি হচ্ছিল ভিকির। মাঝখানে অঙ্কিতা কিছু কথা বলতেই মেজাজ হারান তিনি। রাগের মাথায় রীতিমতো তেড়ে যান স্ত্রীয়ের দিকে।
ভিকির এহেন আচরণ দেখে কয়েক মুহূর্তের জন্য যেন ঘাবড়ে যান অঙ্কিতা। বিষয়টা নজরে পড়তেই চিৎকার শুরু করেন অভিষেক এবং অরুণ। পরে ভিকি দাবি করেন, তিনি রাগের মাথায় কম্বল সরাচ্ছিলেন। সেটাকেই এখন বাড়িয়ে সবার সামনে তুলে ধরছে অভিষেক-অরুণরা।
কিছুক্ষণ চুপ থাকার পর স্বামীর পক্ষ নিয়েই কথা বলেন অঙ্কিতা। অভিনেত্রী বলেন, ভিকি মোটেই তাঁর দিকে তেড়ে যাননি। কিন্তু ‘পবিত্র রিশ্তা’ নায়িকা যাই বলুন না কেন, সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল (Viral) হয়ে গিয়েছে ভিকির এই ভিডিও। যা দেখে রীতিমতো ছিঃ ছিঃ করছেন নেটিজেনরা।
সোশ্যাল মিডিয়া ইউজারদের একাংশ যেমন বলছেন, ভিকির অভিব্যক্তি দেখেই বোঝা যাচ্ছে তিনি অঙ্কিতাকে মারতে যাচ্ছিলেন। শুধু হাত তোলা নয়, তাঁর মুখের এক্সপ্রেশন দেখেও সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। ‘বিগ বস’র (Bigg Boss 17) ঘরের এই ভিডিও ভাইরাল হতেই নিমেষের মধ্যে অনেকের চোখে খলনায়ক হয়ে গিয়েছেন অঙ্কিতার স্বামী।
Vicky almost slapped Ankita lokhande almost ????#BiggBoss17 #AnkitaLokhande pic.twitter.com/Db3B3Uhhcl
— ????⁷ (@pratikxlucifer) December 22, 2023
প্রসঙ্গত, চলতি বছর ‘বিগ বস’এ অংশগ্রহণ করার পিছনে একটি বিশেষ কারণ আছে বলে জানিয়েছিলেন অঙ্কিতা। প্রথমত, ভিকি বহুদিন ধরে ‘বিগ বস’এ অংশগ্রহণ করতে চাইতেন এবং দ্বিতীয়ত, আগামী বছর সন্তান নেওয়ার পরিকল্পনা আছে তাঁদের। কিন্তু সলমনের শোয়ে তাঁদের ঝামেলা যেভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাতে ভিকি-অঙ্কিতার দাম্পত্য জীবনের ভবিষ্যৎ কী হয় সেটাই দেখার!