• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মধুবালার প্রেমে হিন্দু ধর্ম ছাড়েন কিশোর কুমার! সম্প্রতি আসল সত্যি ফাঁস করলেন অভিনেত্রীর বোন মধুর

Published on:

Kishore Kumar changed cast to marry Madhubala sister Madhur tells the truth

বলিউড ইন্ডাস্ট্রির সর্বকালের সুন্দরী অভিনেত্রীদের তালিকা তৈরি করা হলে সেখানে নিঃসন্দেহে নাম থাকবে মধুবালার (Madhubala)। তাঁর অভিনয়ের সঙ্গেই রূপ এবং প্রেম নিয়েও অনুরাগীদের মধ্যে কম চর্চা হয়নি। কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের প্রতি মধুবালার প্রবল প্রেমের কথা ভক্তরা এখনও জানেন। কিন্তু দু’জনের কখনও বিয়ে হয়নি। পরে বলি অভিনেত্রী জনপ্রিয় গায়ক, সুরকার কিশোর কুমারের (Kishore Kumar) সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন।

বলিপাড়ার অন্দরেই কান পাতলে শোনা যায়, মধুবালার সঙ্গে গাঁটছড়া বাঁধার জন্য নাকি ধর্মান্তরিত হয়েছিলেন কিশোর কুমার। বলি সুন্দরীর অনুরাগীরা জানেন, মধুবালার আসল নাম মুমতাজ জাহান বেগম দেহলবী ছিল। তবে সত্যিই কি কিশোর কুমার মধুবালাকে বিয়ে করার জন্য কিশোর কুমার ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন মধুবালার বোন।

Did Kishore Kumar changed his religion to marry Madhubala

মধুবালা মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল অভিনেত্রীর। চিকিৎসার জন্য লন্ডনে যেতেন তিনি। ১৯৬০ সালে লন্ডনে যাওয়ার আগেই কিশোর কুমারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। তবে মধুবালার বোন মধুর জানিয়েছেন, আভাস কুমার গাঙ্গুলি ওরফে কিশোর কুমার তাঁর দিদিকে বিয়ে করার জন্য ধর্মান্তরিত হননি। জীবনের শেষ দিন পর্যন্ত গায়ক হিন্দুই ছিলেন।

Madhubala

সম্প্রতি একটি নামী সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় মধুর বলেছেন, ‘অনেকে বলেন মধু দিদির অঙ্গে বিয়ে করার জন্য কিশোর কুমার ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। কিন্তু এটা সত্যি নয়। উনি হিন্দু ছিলেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত হিন্দু ছিলেন। আমাদের পরিবারে বিয়ে করা কোনও পুরুষ নিজের  ধর্ম বদল করেননি’।

Kishore kumar

মধুবালার মতোই তাঁর বোন মধুর হিন্দু পাঞ্জাবি পরিবারে বিয়ে করেছেন। আর এক বোন চঞ্চলেরও পাঞ্জাবি পরিবারে বিয়ে হয়েছে এবং বাকি দুই বোন আলতাফ এবং কনীজের বিয়ে পারসি পরিবারে হয়েছে। বলি সুন্দরী নিজে ১৯৬৯ সাল পর্যন্ত কিশোর কুমারের ঘরণী ছিলেন। বিয়ের পর মাত্র ৯ বছর বেঁচে ছিলেন অভিনেত্রী। এই বিষয়ে মধুর জানিয়েছেন, চিকিৎসকেরা মধুবালাকে মাত্র ২ বছরের সময় দিয়েছিলেন। কিন্তু তিনি শুধুমাত্র নিজের ইচ্ছা শক্তির জোরে ৯ বছর বেঁচেছিলেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥