অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj) নাকি প্রেম করছেন। শুধু তাই নয়, শ্রীময়ীর জন্যই নাকি অভিনেতা তথা বিধায়ক কাঞ্চনের সংসারও ভেঙেছে। তাঁদের সম্পর্ক নিয়ে একসময় কল জলঘোলা কিংবা বিতর্ক হয়নি। যদিও এই বিষয়ে সরাসরি প্রশ্ন করা হলে জবাব দেননি দু’জনের কেউই। তাতে অবশ্য চর্চা কমেনি, বরং আরও বেড়েছে।
কাঞ্চনের বাড়ির কালীপুজো থেকে শুরু করে যে কোনও অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় কাঞ্চন-শ্রীময়ীকে। শোনা গিয়েছিল, অভিনেত্রী যখন লন্ডনে ঘুরতে গিয়েছিলেন সেই সময় নাকি সেখানে ছিলেন অভিনেতাও। কাঞ্চন নাকি তখন লন্ডনে শ্যুটিং করছিলেন। যদিও লন্ডনের কোনও ছবিতে তাঁদের একসঙ্গে দেখা যায়নি।
তবে লন্ডনের ছবিতে একসঙ্গে না দেখা গেলেও, দোলের (Holi) দিনটা কিন্তু কাঞ্চন –শ্রীময়ী একসঙ্গেই কাটিয়েছেন। অন্তত নেটিজেনরা ঠিক তেমনটাই বলছেন। নিশ্চয়ই ভাবছেন, দুই তারকা একসঙ্গে ছবি না শেয়ার করলেও কীভাবে নেটাগরিকরা বুঝে গেলেন তাঁরা দোলের দিন একসঙ্গে ছিলেন?
আসলে দিন দুয়েক আগে কাঞ্চন দোলের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন। কারুকার্য একটি দেওয়ালের সামনে দাঁড়িয়ে সেই ছবিটি তুলেছিলেন অভিনেতা। পাশে দেখা যাচ্ছিল সাদা রঙের একটি আলমারিও। কাঞ্চনের পোস্টের ঠিক একদিন পর শ্রীময়ী দোলের ছবি পোস্ট করেন। আর তা দেখেই অবাক হয়ে যান প্রত্যেকে।
শ্রীময়ী দোলের শুভেচ্ছা জানিয়ে যে ছবিটি পোস্ট করেন, সেখানেও দেখা মিলেছে সেই একই কারুকার্য করা দেওয়াল এবং সাদা রঙের আলমারির! ব্যস, দুইয়ে দুইয়ে চার করে নিতে অসুবিধা হয়নি নেটিজেনদের। একসঙ্গে ছবি শেয়ার না করলেও কাঞ্চন এবং শ্রীময়ী যে একসঙ্গে রঙের উৎসব উদযাপন করেছেন তা বুঝতে অসুবিধা হয়নি তাঁদের।
প্রসঙ্গত উল্লেখ্য, কাঞ্চন এবং শ্রীময়ী দু’জনেই এখন নিজেদের কাজ নিয়ে প্রচণ্ড ব্যস্ত আছেন। শ্রীময়ী এখন কাজ করছেন একটি ধারাবাহিকে। অপরদিকে বৃহস্পতিবার কাঞ্চনের আগামী ছবির কথা ঘোষণা করা হয়েছে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত ‘রক্তবীজ’এ দেখা যাবে অভিনেতাকে।