• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুজোর আগেই সুখবর, চুপিচুপি সাত পাকে বাঁধা পড়লেন দেবচন্দ্রিমা! ভিডিও দেখে শোরগোল নেটপাড়ায়

Published on:

Did Bengali serial actress Debchandrima Singha Roy got married

Debchandrima Singha Roy Marriage: বাংলা টেলি ইন্ডাস্ট্রিতে এখন যেন গোপনে বিয়ে করার ট্রেন্ড শুরু হয়েছে। কয়েকদিন আগেই চুপিচুপি গাঁটছড়া বেঁধেছেন ‘রাঙা বউ’ অভিনেত্রী শ্রুতি দাস। অপরদিকে উদয়-অনামিকাও কাছের মানুষদের সাক্ষী রেখে একপ্রকার গোপনেই সাত পাকে বাঁধা পড়েছিলেন। এবার তাঁদের অনুসরণ করলেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)! ইতিমধ্যেই নেটপাড়ায় ঝড় তুলেছে তাঁর বিয়ের ভিডিও।

বাংলা টেলি দুনিয়ার প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন দেবচন্দ্রিমা। ‘সাঁঝের বাতি’, ‘সাহেবের চিঠি’ সহ একাধিক জনপ্রিয় সিরিয়ালে (Bengali Serial) অভিনয় করেছেন তিনি। নিজের প্রেমজীবনের সৌজন্যেও বহুবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এই নায়িকা। এবার সেই দেবচন্দ্রিমাই গোপনে বিয়ে (Marriage) করে চারিদিকে শোরগোল ফেলে দিলেন!

Debchandrima Singha Roy, Debchandrima Singha Roy as bride, Debchandrima Singha Roy marriage

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) দেবচন্দ্রিমার যে ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে একপ্রকার চমকে গিয়েছেন নেটিজেনরা। সেই ভিডিওয় (Video) দেখা যাচ্ছে, অভিনেত্রীর পরনে রয়েছে লাল রঙের বেনারসি, গা ভর্তি গয়না, মাথায় কনের মুকুট। মাথা ঢাকা দেওয়া বিয়ের ওড়না দিয়ে।

দেবচন্দ্রিমার পাশে বর বেশে এক ব্যক্তিকেও বসে থাকতে দেখা গিয়েছে। অভিনেত্রীর পোশাকের সঙ্গে মিলিয়ে লাল পাঞ্জাবি পরেছিলেন তিনি। সেই ব্যক্তিই সিঁদুর দিয়ে সিঁথি রাঙিয়ে দেন ‘সাহেবের চিঠি’ নায়িকার। দেবচন্দ্রিমার এই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল পড়ে যায়।

Debchandrima Singha Roy, Debchandrima Singha Roy as bride, Debchandrima Singha Roy marriage

তাহলে কি শ্রুতি-অনামিকার মতো দেবচন্দ্রিমাও গোপনে বিয়ে করে নিলেন? অনেকের মনেই উঁকি দিয়েছে এই প্রশ্ন। যদিও পরে জানা যায় আদতে এমন কিছুই নয়। বরং একটি গয়নার বিজ্ঞাপনের জন্যই কনে বেশে ধরা দিয়েছেন টেলি অভিনেত্রী। সিঁদুরদানের মুহূর্তটিও সেই শ্যুটেরই অংশ।


তবে যাই হোক, দেবচন্দ্রিমার এই ভিডিও দেখে সকলে একবাক্যে মেনে নিয়েছেন কনের সাজে দারুণ মিষ্টি দেখাচ্ছে তাঁকে। এমনকি অনেকে এও বলেছেন, অভিনেত্রীর সত্যিকারের বিয়ের অপেক্ষা করছেন তাঁরা। একজন যেমন লিখেছেন, ‘বাবা, কী সুন্দর লাগছে। বাস্তবে এমনটা কবে হবে?’ দ্বিতীয়জনের আবার বক্তব্য, ‘ক্যাপশনটা না পড়লে ভাবতাম সত্যি সত্যি বিয়ে করে নিলে। চোখ সরানো যাচ্ছে না তো’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥