সিরিয়ালের (Bengali Serial) দুনিয়ায় ওঠাপড়া লেগেই রয়েছে। টিআরপি (TRP) যতক্ষণ ভালো ততক্ষণ সব ঠিক, না হলেই দিন গোনা শুরু। ষ্টার জলসার বাংলা মেগা ‘জল থই থই ভালোবাসা’ (Jol Thoi Thoi Bhalobasa) দর্শকদের প্রিয় একটি ধারাবাহিক। গল্পের কেন্দ্র বিন্দু হলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)। দুর্দান্ত অভিনয় দিয়ে প্রতিবারের মত এবারেও তিনি সকলের মন জয় করেছেন। কিন্তু বেশ কিছুদিন হল সিরিয়ালে দেখা যাচ্ছে না অপরাজিতাকে।
তবে কি গল্প অসম্পূর্ন রেখেই ধারাবাহিক ছেড়ে দিলেন অপরাজিতা আঢ্য? এমনটাই প্রশ্ন জগতে শুরু করেছে নেটিজেনদের মনে। এর আগে ‘লক্ষী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। মাঝে বেশ কিছুদিনের বিরতির পর কামব্যাক করেন ‘জল থই থই ভালোবাসা’ এর হাত ধরে। মা ও মেয়ের সম্পর্ককে কেন্দ্র করেই সিরিয়ালের কাহিনী।
যারা নিয়মিত দর্শক তাঁরা জানেন, আসমান তোতাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েও পরের ফিরিয়ে দিয়েছে তাঁরা। কিন্তু তোতার শ্বশুরবাড়ি কিছুতেই তাকে মেনে নিতে পারছে না, যার ফলে তোতার বিয়ে ভেঙে যায়। এরপর বাড়ির সকলে আসমানকে নিয়ে থানায় যায়। সেখানেই মুখোমুখি হয় আসমান ও কোজাগরী (অপরাজিতা)। কিন্তু কোজাগরীর বিশ্বাস করে বিনা কারণে আসমান এমন কাজ করতেই পারে না। তাই কোনো শাস্তি না দিয়েই আসমানকে ছেড়ে দেয়।
এভাবে কোনো শাস্তি ছাড়াই ছেড়ে দেওয়ার জন্য অপরাজিতাকে চূড়ান্ত অপমানের স্বীকার হতে হয়। এত অপমান লাঞ্ছনার পর শেষমেশ বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয় সে। এমনকি আর কোনোদিন ফিরে আসবে না ঠিক করে। এরপর থেকেই আর দেখা যায়নি অপরাজিতা আঢ্যকে। বর্তমানে তোতা ও আসমান দুজনে মিলেই খোঁজ শুরু করেছে, বাড়ির সকলে চিন্তিত হয়ে পড়েছে। কিন্তু খুঁজে পাওয়া যায়নি এখনও।
অতীতে এভাবেই সিরিয়ালে কিছুদিন দেখা না দেওয়ার পর জানা গিয়েছে ধারাবাহিক ছেড়ে দিয়েছেন অভিনেত্রী। মেয়েবেলা এর ক্ষেত্রেই এমনটা হয়েছিল। আচমকাই কিছু পর্বে দেখা মেলেনি রুপা গাঙ্গুলীর। পরবর্তীকালে জানা যায় তিনি সিরিয়াল ছেড়ে দিয়েছেন। জল থই থই ভালোবাসার ক্ষেত্রেও কি তেমটাই ঘটতে চলেছে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে।
যেমনটা জানা যাচ্ছে অপরাজিতা আঢ্য সিরিয়াল ছাড়েননি। সম্প্রতি অভিনেত্রী নিজেই জানান, অন্য কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। তাই অল্প কিছুদিনের জন্য ছুটিতে আছেন। কাজ মিতে গেলেই আবারও ধারাবাহিকে আগের মতই দেখা যাবে তাকে। এই খবর শোনার পর স্বস্থির নিঃশ্বাস ফেলেছেন ভক্তরা।