• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দীপাকে ভুল বুঝে নতুন নায়িকার দিতিপ্রিয়ার সাথে জুটি বাঁধছে সূর্য! রইল আসল সত্যি 

Updated on:

দিতিপ্রিয়া রায়,Ditipriya Roy,দিব্যজ্যোতি দত্ত,Dibyojyoti Dutta,দেখেছি রূপসাগরে,Dekhechi Rupsagore,অনুরাগের ছোঁয়া,Anurager Chonwa,স্বস্তিকা ঘোষ,Swastika Ghosh

সিরিয়াল মানেই  দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। অল্প দিনেই দর্শন মহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এমন একটি সিরিয়াল হল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chonwa)। এই সিরিয়ালের গল্প আর পাঁচটা সিরিয়াল থেকে একেবারেই আলাদা। তাই  একেবারে বাস্তব জীবন থেকে উঠে আসা একটি কালো মেয়ের জীবনের নানা দিকের গল্প নিয়ে তৈরি হয়েছে সিরিয়াল।

এই সিরিয়ালের মূলমন্ত্র হল, ‘রূপ নয়, গুণ দিয়েই মানুষের আসল বিচার হয়’। সিরিয়ালে নায়িকা দীপার চরিত্রে অভিনয় করছেন  টেলি অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। আর নায়ক সূর্যের চরিত্রে দেখা যাচ্ছে টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে (Dibyojyoti Dutta)।  সিরিয়ালের শুরুতে দেখা গিয়েছিল দীপাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল পেশায় ডাক্তার সূর্য।

দিতিপ্রিয়া রায়,Ditipriya Roy,দিব্যজ্যোতি দত্ত,Dibyojyoti Dutta,দেখেছি রূপসাগরে,Dekhechi Rupsagore,অনুরাগের ছোঁয়া,Anurager Chonwa,স্বস্তিকা ঘোষ,Swastika Ghosh

সময়ের সাথে সাথে দীপা সূর্যের জীবনে এসেছে একের পর এক বাধা। প্রথমত দীপার গায়ের কালো রংএকেবারেই পছন্দ নয় সূর্যের মায়ের। কালো রঙ তিনি দুচোখে দেখতে পারেন না। এছাড়া রয়েছে দীপার সৎ বোন উর্মির নানা রকম ছলচাতুরি। এমনিতে ছোটবেলা থেকেই তার বাবা ছাড়া একমাত্র ডাক্তার বাবু সূর্যই এমন মানুষ যিনি দীপার গায়ের কালো রঙের জন্য তাকে ঘৃণা নয় বরং তার সুন্দর মনটাকে ভীষণ ভালোবেসেন।

দিতিপ্রিয়া রায়,Ditipriya Roy,দিব্যজ্যোতি দত্ত,Dibyojyoti Dutta,দেখেছি রূপসাগরে,Dekhechi Rupsagore,অনুরাগের ছোঁয়া,Anurager Chonwa,স্বস্তিকা ঘোষ,Swastika Ghosh

তাই একদিকে শাশুড়ি মা আর সৎ বোনের একের পরের চক্রান্ত তো আছেই। এরই মধ্যে দীপা সুর্যের জীবনকে অতিষ্ঠ করে তুলতে কয়েক দিনের আগেই সিরিয়ালে এন্ট্রি হয়েছে সূর্যের বেস্ট ফ্রেন্ড মিশকার। যে আসলে সূর্যকে মনে মনে ভালোবাসে। তাই সূর্যকে পাওয়ার জন্য সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে দীপা আর সূর্যের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে। এরই মধ্যে সিরিয়ালে এন্ট্রি হয়েছে লেখক কবিরের।

দিতিপ্রিয়া রায়,Ditipriya Roy,দিব্যজ্যোতি দত্ত,Dibyojyoti Dutta,দেখেছি রূপসাগরে,Dekhechi Rupsagore,অনুরাগের ছোঁয়া,Anurager Chonwa,স্বস্তিকা ঘোষ,Swastika Ghosh

দীপা তার মস্ত বড় ফ্যান আর এই বিষয়টাকে কাজে লাগিয়েই মিশকা দীপা আর সূর্যের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরির জন্য ছক কষে চলেছে। এরইমধ্যে ডাক্তার সূর্যের জীবনে আগমন ঘটতে চলেছে আরো এক নতুন নারীর। তিনি আর কেউ নন তিনি হলেন রানী রাসমনির অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)।


কিন্তু না আসলে সিরিয়ালে নয় দিতিপ্রিয়াকে দেখাই আছে দিব্যজ্যোতির সাথে একটি মিউজিক ভিডিওতে। এস ভি  এফ এর এই মিউজিক ভিডিওর নাম ‘দেখেছি রূপসাগরে’ (Dekhechi Rupsagore)। গতকালই দিব্যজ্যোতি এবং দিতিপ্রিয়া দুজনেই তাদের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে শেয়ার করেছিলেন এই ভিডিওর প্রথম ঝলক। এই ভিডিওর গানটি গেয়েছেন বাংলাদেশের বিখ্যাত গায়ক মাহতিম সাকিব। তবে কবে এই ভিডিও রিলিজ করবে তা জানানো হয়নি এখনও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥