বলিউডের ‘রেহনা হ্যায় তেরে দিল মে’ অভিনেত্রী দিয়া মির্জা (Dia Mirza)। গত চার মাসেই দ্বিতীয়বার বিয়ে করেন অভিনেত্রী। মুম্বাইয়ের এক ব্যবসায়ী বৈভব রেখির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী বিগত ১৫ই ফেব্রুয়ারী ২০২১এ। এর আগে বলিউডের প্রযোজক সাহিল সংঘের সাথে বিয়ে হয়েছিল অভিনেত্রীর। বিয়ের মাস খানেকের মধ্যেই নিজের গর্ভবতী হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন দিয়া।
আর আজ সুখবর জানালেন অভিনেত্রী। মা হলেন দিয়া মির্জা, ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি। ইতিমধ্যেই সদ্যজাতোর নাম ও রেঝে ফেলেছেন দিয়া – বৈভব। তারা ছেলের নাম রেখেছেন অভিযান আজাদ রেখি (Avyaan Azaad Rekhi)। টুইটারে সুখবর জানিয়ে দিয়া লিখেছেন, ‘এই ছোট্ট প্রাণটাকে আমরা অবাক হয়ে দেখছি। অভিভাবক হওয়া এবং এই বিশ্বসংসারের উপর আস্থা রাখার প্রকৃত অর্থ বিনীত হয়ে ওর কাছ থেকেই শিখছি আমরা।’
অনেক ঝড় ঝাপটা সওয়ার পর সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। অভিযানের ছবি শেয়ার করে দিয়া জানান, “আমাদের ছেলে অভিযান ১৪ মে ভূমিষ্ঠ হয়।সময়ের অনেকটা আগেই পৃথিবীর আলো দেখে সে। তারপর থেকে আমাদের ছোট্ট মিরাকেল নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে রয়েছে। চিকিৎসক, নার্সরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাঁকে সুস্থকরে তোলার জন্য। ”
বাচ্চার জন্ম দিতে গিয়ে দিয়াও হয়ে পড়েছিলেন অসুস্থ। গর্ভাবস্থার শেষ পর্যায়ে মৃত্যু পর্যন্ত হতে পারতো তার। সেই সব কথাও তাঁর পোস্টে জানিয়েছেন তিনি। দিয়া লেখেন, “আচমকাই আমার অ্যাপেন্ডিক্সে সমস্যা শুরু হয়, তার সঙ্গে সাংঘাতিক রকমের ব্যাকটেরিয়ার সংক্রমণে সেপসিস হয়ে যাচ্ছিল, যাতে আমার প্রাণহাণির আশঙ্কা ছিল। চিকিৎসকরা জরুরি ভিত্তিতে তৎক্ষণাৎ সিজারের (emergency C-section) সিধান্ত নেন সন্তানকে সুস্থ রাখতে। এরপর ১৪ তারিখে সে পৃথিবীর আলো দেখে।” এদিকে বিয়ের আগে গর্ভবতী হওয়ার কারণে যথেষ্ট কটাক্ষ শুরু হয় তাকে নিয়ে। অবশেষে অসংখ্য লড়াই শেষে সন্তানকে পৃথিবীর আলো দেখাতে পেরেছেন অভিনেত্রী।