• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ইউটিউবে এক নতুন রেকর্ড গড়লেন বলিউড গায়িকা ধ্বনি ভানুশালী, Vaaste গান পেল ১ বিলিয়ন ভিউ

এবার রেকর্ড গড়লেন বলিউডের পপ গায়িকা ধ্বনি ভানুশালি। মাত্র ২২ বছর বয়সে সবচেয়ে কম সময়ে ইউটিউবে ১ বিলিয়ন ভিউ কুড়োলেন ধ্বনি। তিনিই ভারতের কনিষ্ঠতম সঙ্গীত শিল্পী হিসেবে প্রথম এই রেকর্ড গড়লেন। ২০১৯ সালে তার গাওয়া ‘ভাস্তে’ গানের জন্যই তার মুকুটে জুড়লো এই নতুন পালক।

‘ভাস্তে’ গানটি গতবছর টিসিরিজের ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছিল। এই গানে ধ্বনির সঙ্গে গলা দিয়েছিলেন নিখিল ডি’সুজা। গানটি প্রকাশ পেতেই শ্রোতাদের মন জিতে নিয়েছিল এই গান। আরাফাত মেহমুদের কথায় এই গানটির কম্পোজিশন করেছিলেন তানিশক বাগচী। সম্প্রতি বিশ্বের সেরা ১০ জনপ্রিয় গানের তালিকাতেও জায়গা করে নিয়েছে এই গান।

https://www.instagram.com/p/CGPNMfMja36/?igshid=cttuqhczamrp

এহেন সাফল্যের পর নিজের ইন্সটা হ্যান্ডেল থেকে খুশির খবর জানিয়ে পোস্ট করেন ধ্বনি। সাথে ১ লেখা একটি বেলুন ধরে খুশির ছবিও পোস্ট করতে দেখা যায় তাকে। বলিউডের এক ঝাঁক নতুন প্রজন্মের প্লেব্যাক গায়ক-গায়িকাদের একেবারেই প্রথম সারিতে রয়েছেন ধ্বনি ভানুশালি। ‘লেজা লেজা রে’ অথবা ‘দিলবর’- গানের মধ্য দিয়েও শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন এই সুন্দরী গায়িকা।

https://www.instagram.com/p/CGR0Lhuj7cm/?igshid=1pxvyxubsat3j

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥