• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘লালঝুরি’র হ্যাপি এন্ডিং নাকি ফুলঝুরির মৃত্যু কী চলছে লেখিকার মনে? রইল অন্তিম পর্বের সিক্রেট

Published on:

Dhulokona serial upcoming new track

একের পর এক নতুন সিরিয়ালের ধাক্কায় বন্ধের মুখে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ধূলোকণা (Dhulokona)।  চ্যানেল কর্তৃপক্ষের তরফেও ঘোষণা করা হয়েছে সেকথা। কিন্তু যতই হোক প্রিয় শিয়াল বলে কথা! তাই আচমকা সিরিয়াল বন্ধের খবরে মুখ ভার সিরিয়ালের অনুরাগীদের। সোশ্যাল মিডিয়ায় চ্যানেল  কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন অনেকেই।

জানা যাচ্ছে আগামী ১১ ডিসেম্বর টিভির পর্দায় শেষবারের মতো দেখা যাবে দর্শকদের প্রিয় জুটি লালন (Lalon)-ফুলঝুরি (Phuljhuri)-কে। যার ফলে বোঝাই এখন একেবারে অন্তিম লগ্নে এসে দাঁড়িয়েছে লীনা গাঙ্গুলীর (Leena Ganguly) লেখা এই সিরিয়াল। ধূলোকণার লালন ফুলঝুরিকে বড্ড ভালোবাসেন দর্শক। তাই ভালোবেসে কেউ তাদের ‘লালফুল’ আবার কেউ ‘লালঝুরি’ বলে থাকেন।

Lalon, Fuljhuri

কিন্তু অন্তিম পর্বে কি হতে চলেছে দর্শকদের অত্যন্ত পছন্দের এই ধারাবাহিকে ? তা নিয়ে কৌতূহলের অন্ত নেই দর্শকদের। দর্শকদের একাংশের দাবি শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পেরে তিতিরকে ছেড়ে ফুলঝুরির কাছেই ফিরে আসুক লালন। আবার আরেকদলের দাবি লালন নয় অংকুরের সাথেই মিল দেখানো হোক ফুলঝুরির।

ধূলোকণা,Dhulokona,লালন,Lalon,ফুলঝুরি,Phuljhuri,হ্যাপি এন্ডিং,Happy Ending,ফুলঝুরির মৃত্যু,Phuljhuri's  Death,লীনা গাঙ্গুলী,Leena Ganguly

এরইমধ্যে কিছুদিন আগেই জানা গিয়েছে গর্ভবতী হয়ে পড়েছে ফুলঝুরি। এরইমধ্যে জানা যাচ্ছে ফুলঝুরি  আসলে গর্ভবতী নয় তার পেটে রয়েছে বড়সড় একটি টিউমার। শুধু তাই নয়  শ্রীময়ী, খড়কুটো এবং অন্যান্য সিরিয়ালের মতোই ধূলোকনাতেও নায়িকার মৃত্যু দিয়ে সিরিয়াল শেষ করতে চলেছেন লেখিকা। দর্শকদের একাংশের অনুমান খড়কুটোয় গুনাগুনের যেমন ব্রেন টিউমারের জন্য যেমন মৃত্যু দেখানো হয়েছিল  ধূলোকণার ফুলঝুরিরও পেটে টিউমার হয়ে সেই একই পরিণতি হতে চলেছে।

Lalon Phuljhuri's Dhulokona will air off soon

এছাড়া লালন নাকি তিতিরকেই বিয়ে করে নেবে। কিন্তু ফুলঝুরির মৃত্যু কি হবে লালনের প্রতিক্রিয়া, সে কি আদৌ নিজের ভুল বুঝতে পারবে নাকি একই নাটক চালিয়ে যাবে সেটাই দেখার। তবে  অন্তিম পর্বের জন্য হ্যাপি এন্ডিং (Happy Ending) নাকি ফুলঝুরির মৃত্যু (Phuljhuri’s Death) কি চলছে লেখিকার মনে? আপাতত তা নিয়েই দর্শকমহলে তৈরী হয়েছে ব্যাপক জল্পনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥